Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

সঙ্গমের স্থায়িত্ব বাড়াতে চান। জেনে নিন ঘরোয়া উপায়ে কিভাবে বানাতে পারবেন ভায়াগ্রা

পুরুষ-নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মদনা কে না চায়৷ সঙ্গী পারদর্শী না হলে রতিক্রিয়ায়,এর চেয়ে দুঃখের একজন মহিলার কাছে বোধ হয় আর কিছুই হতে পারে না৷ গবেষকরা বলছেন, যে সমস্ত পন্থার সাহায্য নেন পুরুষরা যৌন মিলনের স্থায়িত্ব বাড়াতে, তার মধ্যে অন্যতম হল ভায়াগ্রার ব্যবহার৷ এই ওষুধের মধ্যে সিট্রুলিন, লাইকোপেনের মতো পদার্থ থাকে। যা যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে পুরুষদের। আর সেই জাদুতেই সঙ্গিনীর সঙ্গে দীর্ঘক্ষণ রতিক্রিয়ায় মত্ত থাকেন পুরুষরা৷ তবে একথাও ঠিক যে কোনও কোনও ভায়াগ্রার মারাত্মক সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ এর ব্যবহারে জীবনে চরম বিপদ নেমে আসতে পারে৷ তবে একথা অনেকেরই অজানা যে, ঘরোয়া উপায়েই ভায়াগ্রার এই পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানো যায়৷ অর্থাৎ, ঘরোয়া সরঞ্জাম দিয়েই ভায়াগ্রা চটজলদি বানিয়ে ফেলা যায়৷ যা কোনও ভাবেই কোনও কুপ্রভাব ফেলবে না শরীরে৷

জানা গিয়েছে, আমাদের চোখের সামনেই এমন দুই ফল রয়েছে, যা ভায়াগ্রা তৈরির মূল উপকরণ হিসাবে কাজে লাগে। প্রথমটি ফলটি হল তরমুজ এবং দ্বিতীয়টি ফল পাতি লেবু। এবার বলা যাক কীভাবে এই ভায়াগ্রা তৈরি করা যাবে ঘরে বসেই৷ এক্ষেত্রে প্রথমে তরমুজ কেটে নিতে হবে ছোট ছোট করে। তারপর সেটিকে মিক্সার বা জুসারে মিশিয়ে নিতে হবে৷ ওই মিশ্রণে তরমুজের খানিকটা সাদা অংশও যোগ করতে হবে৷ এরপর ওই তরমুজের জুস একটি পাত্রে ঢেলে তাকে ফোটাতে হবে। এরপর একটা গোটা পাতিলেবুর রস মেশাতে হবে ওই মিশ্রণে৷ এবং নজরে রাখতে হবে যেন পুড়ে না যায় মিশ্রণটি৷ ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে যাচ্ছে৷

এবার মিশ্রণটিকে ঠান্ডা হতে দিতে হবে আগুন থেকে সরিয়ে। এবং সম্পূর্ণ ঠান্ডা হলে ছেঁকে নিতে হবে সেটিকে৷ একটি পরিষ্কার কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে হবে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে খাবার আগে দু’চামচ করে খেতে হবে। ওজন বেশি হলে ৩ থেকে ৪ চামচও খেতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একসপ্তাহের মধ্যেই এর ফল পাওয়া যাবে হাতেনাতে৷ এবং মিশ্রণটি সমস্ত বয়সের জন্যই খুবই কার্যকরী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন৷ মিশ্রণে কোনও ভাবেই যেন নুন, চিনি মেশান না হয়৷ তবে এর উপযোগিতা হারিয়ে যাবে বলে জানান বিশেষজ্ঞরা।

Related posts

প্রকাশ্য রাস্তায় ভাইজানের নাচ, উপচে পড়লো ভিড়! নকল সলমন খানকে গ্রেফতার করল পুলিশ

News Desk

অক্টোবর মাসে ছোঁবে শীর্ষ সীমা! দেশে নিম্নমুখী করোনা সংক্রমনের মাঝেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা

News Desk

কনের সাজে বিয়েবাড়ীতে কে! বিয়ের মণ্ডপে কনের ওড়না সরাতেই আঁতকে উঠলেন সকলে

News Desk