Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা অতিমারির সংকট কাটিয়ে পর্যটকদের জন্যে দরজা খুলল থাইল্যান্ড। মানতে হবে কি কি নিয়ম?

সারা বিশ্বে পর্যটকদের অতি প্রিয় দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ড। দেশটির অর্থনীতি মুলত পর্যটন শিল্প কেন্দ্রিক। কিন্তু গত বছর করোনার হানায় মার্চ মাসে বন্ধ করে দেয়া হয়েছিল সাধারন ভাবে থাইল্যান্ড ভ্রমনের প্রক্রিয়া। এমনকি সেই থেকে যতজন থাইল্যান্ডে এসেছে তারা নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনে বাধ্য হয়েছে। তাই অনেক পর্যটকের ইচ্ছে থাকলেও থাইল্যান্ড ভ্রমণে যেতে পারেনি।

তবে পর্যটকদের জন্যে এবারে সুখবর!করোনা অতিমারী (Corona Pandemic) আবহে দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক পর্যটক পা রাখল থাইল্যান্ডের ফুকেতে (Phuket)। জানা গিয়েছে আপাতত মধ্যপ্রাচ্য থেকে প্রায় ২৫০ জন পর্যটক এসেছে। এবং আগের মতন তাঁদের আর কোয়ারেন্টাইনেও থাকতে হবে না বলে সূত্রে খবর।

Thailand open its door for tourist with quarantine free entry

তবে থাইল্যান্ড ভ্রমনের ক্ষেত্রে থাকছে কিছু বাধা নিষেধ।

আপনাকে থাইল্যান্ড আসার আগে অবশ্যই করোনার ভ্যাকসিন নিতে হবে।

থাইল্যান্ডের ফ্লাইট ধরার ৪৮ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

থাইল্যান্ড প্রবেশের পর আপনাকে প্রথম ১৪ দিন থাকতে হবে থাইল্যান্ড এর একটি দ্বীপ ফুকেটে। এর কারণ ফুকেটের অধিকাংশ জনগণের করোনার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তবে ১৪ দিন থাকতে হলেও সেখানে কোনো কোয়ারেন্টাইন পালন করতে হবে না।তবে শর্ত হচ্ছে আপনি ফুকেট দ্বীপের বাইরে যেতে পারবেন না।

ফুকেট দ্বীপে যাওয়ার আগেই অবশ্যই হোটেল বুক করে ফেলতে হবে। আর বুকিংয়ের কাগজ বিমানে করে যাওয়ার সময় পর্যটকের সঙ্গে রাখতে হবে।

তবে এত নিয়ম মানার পরও নানান দেশ থেকে নাকি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এখনই। অস্ট্রেলিয়া, হং কং, চিন, ব্রিটেন, আমেরিকার মতো কিছুমাত্র দেশ থেকে আশা পর্যটকদে একমাত্র এই কোয়ারেন্টাইন-ফ্রি এন্ট্রি দেওয়া হচ্ছে।

Related posts

রাতে ঘুমিয়ে ঘুম ভাঙলো ১৬ দিন পর! অভিশপ্ত ঘুমে তছনছ হয়ে গেল মহিলার জীবন

News Desk

১২ই ডিসেম্বর: ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর ও আরো যা কিছু আজকের দিনে ঘটেছিল

News Desk

৩৭ এর যুবকের দ্বিতীয় স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা! পাকিস্তানের এই বিয়ের গল্প শুনলে অবাক হবেন

News Desk