মহাকাশে চলেছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সঙ্গী হবেন তাঁর ছোট ভাই মার্ক। যে মহাকাশযানে মহাকাশে যাচ্ছেন তাঁরা, সেটির একটি আসন নিলামে তোলা হয়েছে। সেই আসনে কে বসবেন সেই নিয়ে চলছে দর–হাঁকাহাঁকি। জেফ বেজোসের সঙ্গী হতে সেই আসনটি কত মূল্যে বিকলো জানেন? টাকার অঙ্ক চোখ কপালে ওঠাবে।
জেফ তার মহাকাশযান ‘ নিউ শেপার্ড’ এর একটি আসন শনিবার ১২ই জুন নিলামে তোলেন। আমাজনের কর্ণধার জেফ বেজোস তার নিজস্ব সংস্থা ব্লু অরিজিনের তরফে এই মহাকাশ অভিযানের আয়োজন করেছেন। অ্যাপোলো ১১ অভিযানে চাঁদে মানুষের পদার্পণের ৫২তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২০ জুলাই বেজসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন মানুষ নিয়ে প্রথমবারের মতো মহাকাশে অভিযান করবে। সেই ঐতিহাসিক প্রথম যাত্রায়ই মহাকাশে যেতে চান জেফ বেজোস নিজেও। থাকবে তার ভাইও।
মোট ৬ জন যাত্রীর মধ্যে একজন যাত্রীর আসন বেজোস নিলামে তোলেন। আর সেই নিলাম শুরু হওয়ার পর থেকে ১৪৩টি দেশের ৬ হাজারের উপর মানুষ এই যাত্রায় অংশ গ্রহণ করতে চেয়েছেন। জানা গেছে এই স্পেসশিপের জেফ বেজসের পাশের আসনটি পেতে একজন ব্যক্তি ২৮ মিলিয়ন ডলার এর বিড রেখেছেন। যা ভারতীয় টাকায় ২০৫কোটি টাকারও বেশি। যদিও এই ব্যাক্তি কে তার পরিচয় ব্লু অরিজিন সূত্রে জানানো হয়নি।
জেফ বেজোসের এই অভিযান সফল হলে কমার্শিয়াল স্পেস যাত্রার জন্যে তা হবে যুগান্তকারী। জেফ নিজে তার একটি ইনস্টাগ্রাম পোস্টে তার মহাকাশ যাত্রার স্বপ্ন পূরণের কথা লিখেছেন। জানা যাচ্ছে নিলাম থেকে প্রাপ্ত অর্থ তিনি নিজের স্পেস রিসার্চ সংস্থা ব্লু অরিজিন এর উপরেই ব্যায় করতে চান।