Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নিম্বুজ আসলে ফ্রুট জুস নাকি লেমোনেড? খুজেঁ বার করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংস্থা

‘নিম্বুজ’-এর নাম শোনেননি বা পরিচিত নন, এমন মানুষ বোধ হয় খুব কমই আছে। তীব্র দাবদাহে গলা ভিজাতে অনেকের পছন্দের ঠান্ডা পানীয়ের তালিকায়ই থাকে সেভেন আপ ‘নিম্বুজ’। লেবুর স্বাদ যুক্ত এই ঠান্ডা পানীয় নিমেষে তৃষ্ণা মেটায়। কিন্তু আপাতত ঠান্ডা নয়, নিম্বুজ নিয়ে বাজার সরগরম। কেন? জেনে নিন পুরো বৃত্তান্তটা।

একটি নামী সফট ড্রিংকস সংস্থার বানানো পানীয় এটি। এবং এই ‘নিম্বুজ’কে ‘ফ্রুট পাল্প’ বা ‘ফ্রুট জুস-বেসড ড্রিঙ্ক’ হিসেবেই বাজারে প্রচার চালিয়ে এসেছে সংস্থাটি। কিন্তু এবারে এই ঘিরেই দানা বাঁধছে বিতর্ক

প্রশ্ন উঠেছে ‘নিম্বুজ ’ কি শুধুমাত্রই ফলের রস (Fruit Juice)? নাকি এটি আদপে লেমোনেড। এটিকে ঠিক কি হিসাবে ব্যাখ্যা করা যায়। এই বিতর্কিত প্রশ্নের উত্তর খুঁজতেই সুপ্রিম কোর্টের দোরগোড়ায়। সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই রায়ের উপর নির্ভর করেই ‘নিম্বুজ’-এর গোত্র ঠিক হবে। এটি কি প্রোডাক্ট সেটি নিশ্চিত করার পাশাপাশি, কতটা শুল্ক ধার্য করা হবে এই প্রোডাক্টের উপর, সেই বিষয়টিও স্থির করা হবে।

এই সফ্ট ড্রিংক প্রস্তুত কারক কোম্পানি থেকে ২০১৩ সালে নিম্বুজ প্রথম বাজারে আসে। প্রথম থেকেই প্রস্তুতকারক এই সংস্থা এই নিম্বুজকে আসল লেবুর রস বলে বাজারে প্রচার চালাচ্ছে। আর এই প্রচার থেকেই সমস্ত অশান্তির সুত্রপাত। বেশ বছর কয়েক আগে ২০১৫ সালে ‘নিম্বুজ’-এর গোত্র নিয়ে প্রশ্ন তোলে খাবারের একটি সংস্থা। ওই খাবারের কোম্পানি এই নিম্বুজকে কোনও ভাবেই একটি লেবুর রসের প্রোডাক্ট বলে মানতে চাননা। তারা দাবী জানিয়েছেন যে এটা ফলের রস না এটা লেমনড। সর্বপ্রথম এই মামলা ওঠে এলাহাবাদ হাইকোর্টে । ওই খাবারের সংস্থাটি আদালতে আবেদন করে যে, ‘নিম্বুজ’কোনও ফলের রস নয়, ঘোষণা করা হোক লেমোনেড হিসেবেই। কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে আদালত সেটিকে ‘ফ্রুট জুস-বেসড’ পানীয় হিসেবেই রায় দেয়।

আরাধনা ফুডস’ নামের এক সংস্থা এই ব্যাপারে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে যায়। তাদের দাবি করেছিল, এটিকে ওই সংস্থা যে ফলের রস হিসেবে প্রচার করছে সেটা ঠিক নয়।

সেই খাবার সংস্থা এলাহাবাদ হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মামলাটি শীর্ষ আদালত গ্রহণ করেছে। কিন্তু রায়দান পড়বো হয়নি এখনও। এখন এটাই দেখার যে ‘নিম্বুজ’ এর সঠিক গোত্র বিচা হয়ে পরিবর্তন হয় কি না।

Related posts

পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ৫মিনিট দেরি, এই বছরের মত পরীক্ষা দেওয়া হল না WBCS পরীক্ষার্থীদের

News Desk

দুই ছেলেই ‘প্রতিষ্ঠিত’! অথচ গত দশ বছর ঘরে তালাবন্ধ বৃদ্ধা মা, খাবার মিলত সপ্তাহে একদিন

News Desk

স্বামী সন্তান ভুলে অষ্টম শ্রেণীতে পাঠরত প্রেমিকের সাথে পালালেন ৩০-এর বধূ! অতঃপর…

News Desk