Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্রায় সব সময় একি ধরনের পোশাক পরেন কেন?

বিশ্বের তাবড় তাবড় বড়লোকেদের তালিকা অন্যতম নাম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। কিন্তু তার পোশাক-আশাক দেখলে তা বোঝা দায়। এত ধনী এক ব্যক্তি প্রায় রোজই অফিসে আসেন একই পোশাকে। ছাই রঙা টি শার্ট এ কোথাও নেই কোনো আলাদা বিশেষত্ব। কোন আভিজাত্য বা বড়লোকি হাবভাব। কিন্তু যা কিছু কেনার ক্ষমতা আছে যার সে কেন রোজ এতটাই সাদামাটা বৈচিত্র্যহীন পোশাক পরে। কখনো চিন্তা করে দেখেছেন, কেন তিনি রোজই একই ধরনের পোশাক পরেন?

একটু লক্ষ্য করলে দেখা যায় এই তালিকায় শুধু মার্ক জুকারবার্গই নন রয়েছেন বিল গেটস, স্টিভ জবস, বা রতন টাটার মত ব্যাক্তিত্ব। কেন তাদের পোশাক এত সাদামাটা। রইলো কারণ।

এই নিয়ে প্রশ্ন করা হলে বিভিন্ন সাক্ষাৎকারে মার্ক জুকারবার্গ জানান, একই রকমের পোশাক তাকে তার বিষয়ে এক মানসিক শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। তিনি আরও বলেন, ‌‘আমার একই ধরনের অনেক টি-শার্ট আছে।’

তিনি আরো জানান , ‌‘আমি সত্যিই নিজের জীবনযাপন বিষয়ে সাধারন থাকতে চাই। কেননা আমি কি পোশাক পড়ছি এর থেকে অনেক দরকারী বিষয় এটা ভেবে দেখা যে আমি কি আমার কমিউনিটিকে সঠিক পরিষেবা দিতে পারছি। এই নিয়ে চিন্তা করা আমার বেশী প্রয়োজন।’

‘আমাকে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়, তাই পোশাক নিয়ে চিন্তা করে নিজের মূল্যবান সময় নষ্টের চেয়ে ওই সময়ে আমি কীভাবে আমার সংস্থাকে আরো উন্নত করতে পারি সেই ব্যাপারে ভাবতেই বেশি পছন্দ করি।’

আজ কি পড়বো আর কাল কোন পোশাক পরবো এসব ভেবে অনেকেই জটিল চিন্তার মধ্যে থাকেন। এমন ব্যক্তিদের বহু অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়। সেখানে কি পড়া উচিত সেই নিয়েও অনেকের ভাবনা চলে। এই সব চিন্তা ভাবনা নিতান্তই অপ্রয়োজনীয় আর সফল ব্যাক্তিরা সহজেই তা এড়িয়ে যান কেননা এই সব বিষয় তাদের কাছে গৌণ। কারণ তারা প্রতিদিন একই পোশাক পরে থাকেন।

যখন আমাদের অনেক পোশাকের অপশন থাকে, তখন খুব সহজেই বিভ্রান্ত হই এবং কোন পোশাকটি পরবো সেটা নিয়ে ভাবতে থাকি কিন্তু সব পোশাক যদি একই ধরনের হয় তাহলে তেমন কোনো চিন্তার অবকাশ থাকে না। তাই একই পোশাক পরলে আপনি সময় বাঁচাতে পারবেন এবং নিজের সময়কে আরো কাজে লাগাতে পারবেন।

Related posts

হোয়াটসঅ্যাপে ‘রেড হার্ট’ ইমোজি পাঠালে গুনতে হতে পারে মোটা জরিমানা! খাটতে হতে পারে জেলও

News Desk

এই রাজ্যের নতুন স্কিম! বিয়ে করলেই দেওয়া হবে কন্ডোম সহ কিট! উদ্দেশ্য চমকপ্রদ

News Desk

একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত, বন্ধ করা হল আইপিএল

News Desk