Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আধার কার্ডে এ কী লেখা !! মায়ের নামের জায়গায় অশ্লীল শব্দ! নাজেহাল বৃদ্ধ

দু’চোখে ছানি। ঝাপসা হয়েছে দৃষ্টিশক্তি। প্রয়োজন দ্রুত অপারেশনের। সে ব্যবস্থাও হয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি হতে গিয়ে গোল বাধল আধারকার্ডের নথিতে। দেখা গেল তাতে নাম আর বয়স ঠিক থাকলেও রোগীর মায়ের নামের জায়গায় অশ্লীল শব্দ। রোগী পুরুষ হলেও লিঙ্গের জায়গায় উল্লেখ করা রয়েছে রূপান্তরকামী বলে। হাসপাতাল কর্মীদের উদ্যোগে বছর সত্তরের ফটিক পোড়েল হাসপাতালে ভর্তি হতে পারলেও এই হয়রানি থেকে মুক্তির পথ খুঁজছেন তিনি।

কালনা দুইয়ের আনুখালের জয়পুরের বাসিন্দা ফটিকবাবুর দু’চোখে ছানি পড়েছে। সব পরীক্ষা করিয়ে অপারেশনের জন্য কালনা মহকুমা হাসপাতালে শুক্রবার ভর্তি হওয়ার সময় পরিচয়পত্রের নথি জমা করতেই তৈরি হলো অস্বস্তি। হাসপাতালের কর্মীরা দেখেন, বৃদ্ধের আধারকার্ডের নথিতে মায়ের নামের জায়গায় লেখা রয়েছে দু’টি অশ্লীল শব্দ।

কবে , কোথায় , কি কারণে ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড (Aadhaar), জেনে নিন আজই

বয়সের নীচে লিঙ্গের জায়গায় উল্লেখ করা রয়েছে রূপান্তরকামী বলে। ফটিকবাবুর স্ত্রী সুষমা পোড়েল বলেন, ‘স্বামীর মতো ছেলের আধারকার্ডেও একই ভুল ছিল। বিডিও অফিসে আবেদন করার পর ছেলেরটা সংশোধন করা হলেও স্বামীরটা হয়নি। আধারকার্ড এখন সব জায়গাতেই প্রয়োজনীয়। কিন্তু কী করব, সব জায়গাতেই সমস্যা আর অস্বস্তিতে পড়তে হচ্ছে।’

হাসপাতালের বেডে শুয়ে ফটিকবাবু বলেন, ‘আনুখাল হাই স্কুলে সরকারি ক্যাম্প হয়েছিল। সেখানেই কার্ড করিয়েছিলাম। আমার মায়ের নাম নন্দরানি পোড়েল। কিন্তু সেখানে লেখা দু’টি অত্যন্ত অশ্লীল শব্দ। সব জায়গায় অসুবিধায় পড়তে হয়। কোনও কাজে আধারের নথি জমা করতে গেলে সবাই বলে, কার্ডে এসব কী লেখা? এর থেকে মুক্তি পেতে চাই। আর কারও ক্ষেত্রে এমন যাতে না হয় তা দেখা উচিত।’

ঘটনা শুনে কালনা দুইয়ের বিডিও দেবল উপাধ্যায় বলেন, ‘সাধারণত এমন হওয়ার কথা নয়। কোন এজেন্সি এটা করেছে খোঁজ নিয়ে দেখব।

Related posts

দৌড়তে দৌড়তে ফিনিশিং লাইনের কাছে পৌঁছে আচমকাই পরে গেলেন যুবক! ঘটে গেল মর্মান্তিক ঘটনা

News Desk

অনলাইন গেমের প্রতি তীব্র আসক্তি, দামী বাইকের স্বপ্ন! সেই স্বপ্নই অকালে কাড়লো প্রাণ

News Desk

কোভিড ভ্যাকসিনের টোকেন বিক্রি চড়া দামে, ধুন্ধুমার জলপাইগুড়ি

News Desk