Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিষ দিয়ে মেরে ফেলবে, আশঙ্কায় যা কান্ড ঘটিয়ে বসলো ছেলে ভাবা যায় না

বিষ মেশানো খাবার খাইয়ে মেরে ফেলতে পারেন মা। এই আশঙ্কায় মাকেই মাথায় মেরে খুন করল ছেলে! শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মেমারি থানার ভাবখাণ্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে। মাকে খুনের অভিযোগে ছেলে রাজীব প্রামাণিককে শনিবার ভোর রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার পরে বেলার দিকে ধৃতকে বর্ধমান আদালতে হাজির করানো হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Up teacher arrested for smashing students face with cake

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় দোতলার ঘরে ছিলেন রাজীবের মা রূপালি প্রামাণিক। সেই সময় আচমকাই ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন রাজীব। এর পরেই নীচে নেমে এসে পরিবারের বাকিদের মাকে আঘাত করার কথা জানান তিনি। তৎক্ষণাৎ বাকিরা ছুটে দোতলার ঘরে গিয়ে দেখেন রক্তে ভেসে গি়য়েছে মেঝে। তড়িঘড়ি রূপালিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার সময় রূপালির স্বামী স্বপন প্রামাণিক বাড়িতে ছিলেন না। মৃতার দেওরের ছেলে অশোক প্রামাণিক থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই রাজীবের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। ঘটনার তদন্তে নেমে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি রাজীবে বেশ কিছু আচরণে অস্বাভাবিকতা ধরা পড়েছে। খাবারে বিষ মিশিয়ে মা তাঁকে মেরে ফেলতে পারে, এমন আশঙ্কাও করতেন তিনি। পরিবারের অন্য সদস্যদেরই দাবি, ওই আশঙ্কা থেকে মাকে খুনের পরিকল্পনা করে থাকতে পারেন রাজীব।

পুলিশ সূত্রে খবর, যে দরজার খিল দিয়ে রূপালিকে আঘাত করেছেন রাজীব, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত মানসিক ভাবে সুস্থ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

বন্ধুর ফোন থেকে তার প্রেমিকার গোপন ছবি নিয়েছিল যুবক! এই নিয়ে ঝামেলার ভয়ঙ্কর পরিণতি

News Desk

নতুন আতঙ্ক নিয়ে হাজির করোনার সাব-স্ট্রেন ‘স্টেলথ ওমিক্রন’! কী এই স্টেলথ ওমিক্রন?

News Desk