Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন পুজা অর্চনায় হিন্দু ধর্মে আঁকা হয় এই ওম, স্বস্তিক, ঘট ইত্যাদি প্রতীক বা চিন্হগুলি? জানেন এর ব্যাখ্যা?

প্রত্যেক ধর্মের কিছু নির্দিষ্ট চিন্হ থাকে যা সেই ধর্মাবলম্বী মানুষদের কাছে শুভ বলে বিবেচিত হয়। হিন্দু ধর্ম অনুসারেও পুজো বা যে কোনও শুভ অনুষ্ঠানে স্থানে নানা শুভ চিহ্ন এঁকে দেওয়ার রীতি রয়েছে। সনাতন হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম। এই ধর্মে রয়েছে নানা প্রাচীন চিন্হ যা দেবদেবী, দর্শন, শিক্ষা ইত্যাদি কে বোঝায়। সাধারণত পুজোর সময় বা নতুন কোনও কাজ শুরুর আগেও এই সমস্ত শুভ চিন্হ ব্যবহৃত হয়। হিন্দু ধর্মের কিছু উল্লেখযোগ্য শুভ চিন্হ এর মধ্যে স্বস্তিক, ঘট, ওম, শুভ লাভের মতো কিছু চিহ্ন বহুল ব্যাবহৃত। কিন্তু আপনি কি এই সমস্ত চিন্হ এর কার্যকারিতা জানেন। এই চিহ্নের ব্যবহারে কী লাভ মিলতে পারে। জেনে নিন…

ওম- ওম ধ্বনিকে বিশ্বের সবচেয়ে আদি ধ্বনি এবং ঈশ্বরের সবচেয়ে বড় নাম মনে করা হয় সনাতন হিন্দু ধর্মে। অ, উ, ম এই তিন মিলে ওমের উৎপত্তি। সমস্ত বেদ মন্ত্রের উচ্চারণের আগে ওম-এর উচ্চারণ হিন্দু ধর্ম অনুযায়ী ভীষণ জরুরি বলে মনে করা হয়। কেননা এর দ্বারা সেই মন্ত্র কে মহাজগতের সঙ্গে সংযুক্ত করা যায়। হিন্দু ধারণা অনুযায়ী, ওমের মধ্যে সৃজন, পালন ও প্রলয় সংঘটিত করার শক্তি সমাহিত রয়েছে।

ঘট- ঘটে অমৃত ও বরুণ বাস করে বলে মনে করা হয়। কোনো অনুষ্ঠান বা শুভ কাজে বাড়ির প্রবেশদ্বারে পঞ্চপল্লব ও শ্রীফল (খোসা-সহ নারকেল) যুক্ত ঘট স্থাপন করলে তা ভীষণ শুভ ফলদায়ক। এতে নতুন কাজে সাফল্য লাভ সম্ভব হয়।

স্বস্তিক- স্বস্তিক চিহ্ন সৃষ্টি এবং জীবনের প্রতীক, তাই সূর্য দেবের সাথে স্বস্তিকার একধরনের সম্পর্ক আছে এমনটাই বিশ্বাস অনেকেরই।হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রতীকটি। গৃহের বাস্তুর সঙ্গে স্বস্তিকের ঘন সম্পর্ক রয়েছে। যে কোনও দিক দিয়েই স্বস্তিক চিন্হ একই রকমের দেখতে হয়। মনে করা হয়, গৃহে বা কোনো শুভ কাজে স্বস্তিক আঁকলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়। হিন্দু মত বলে, স্বস্তিকে গণেশ ও দেবর্ষি নারদের শক্তি আছে। হলুদ রঙের স্বস্তিক শুভ মনে করা হয়।

শুভ লাভ- হিন্দু ধর্ম মতে, শুভ এবং লাভ গণেশের পুত্র। প্রায়ই দেখা যায় কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা বাড়ির প্রবেশদ্বারের ওপরে মধ্যভাগে স্বস্তিক আঁকা হয় ও স্বস্তিকের ডান ও বাম দিকে শুভ এবং লাভ লেখা হয়। সনাতন ধর্ম বলে এই দুইয়ের ভেতরে কুবেরের শক্তি সমাহিত রয়েছে। মনে করা হয়, সমস্ত যজ্ঞের সৃষ্টি শুভ-লাভ থেকে হয়েছে। এতে ঋদ্ধি-সিদ্ধি , বিদ্যা, বুদ্ধি, সুমতি ও সম্পত্তির বাস রয়েছে বলে উল্লেখ পাওয়া যায়।

Related posts

হাসপাতালে পৌঁছাতে গাড়ির পেট্রোল জোগাড় করতে অক্ষম বাবা! শ্রীলঙ্কায় মৃত ২ দিনের শিশু

News Desk

বুধবার থেকে খুলে যাচ্ছে কফি হাউসের দরজা। কিন্তু মেনে চলতে হবে কড়া কোভিড বিধি

News Desk

ডেটিং অ্যাপে ১৬ জন যুবককে ফাঁসিয়ে করেছে তাদের সর্বনাশ! তরুণীর কীর্তিতে স্তম্ভিত সকলে

News Desk