Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আজ আবারও মুখ খুললেন পার্থ চ্যাটার্জীকে জুতো ছুঁড়ে মারা মহিলা! কি জানালেন?

আজ তিনি অনেকটাই শান্ত। গতকাল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির দিকে জুতো ছোড়ার পর রীতিমত রেগে থাকতে দেখা গিয়েছিল তাকে। স্বভাবতই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মিডিয়ার নজর গিয়ে পড়ে তার উপর। প্রত্যেকের প্রশ্নের উত্তরে ভীষণ রেগেই উত্তর দিচ্ছিলেন তিনি। পরিচয় জানা গিয়েছিল তিনি দক্ষিণ ২৪ পরগনার আমতলা নিবাসী গৃহবধূ শুভ্রা ঘোড়ুই। কাল সারা রাজ্যে চাঞ্চল্য ফেলে দেওয়া এই ঘটনার পর আজ আবারও বক্তব্য রাখলেন ওই মহিলা। জানা গিয়েছে সংবাদ সংস্থা এবিপি আনন্দর মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় কে জুতো ছোড়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

শুভ্রা দেবী জানিয়েছেন, এই যে এসএসসি নিয়োগ দুর্নীতির ঘটনায় যে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা কানে আসছে, বড় বড় রাজনীতিক লোকেরা এত ফ্ল্যাট কিনছেন, অবৈধ টাকা রাখা হচ্ছে গত কয়েকদিন ধরে চলা এই সমস্ত ঘটনা বলি মাথা গরম করে দিয়েছিল তার। তাই পার্থ চট্টোপাধ্যায়কে ইএসআই হাসপাতালে দেখে আর মাথা ঠিক রাখতে পারেননি। সোজা ছুড়ে মেরেছিলেন পায়ের জুতো। তারপর খালি পায়ে ফিরতেও দেখা যায় তাকে!

সাংবাদিকরা ঘিরে ধরলে উত্তর দেন জুতো মাথায় লাগলে শান্তি হতো। আজ অবশ্য তার রাগ অনেকটাই প্রশমিত। এবিপি আনন্দর প্রশ্নের উত্তরে জানান, ‘ আসলে ভীষণ গরম, শরীর ভালনা, তার উপর পার্থ চট্টোপাধ্যায় সামনে এসে পড়ায় মাথার ঠিক ছিলনা। কিন্তু কারো প্রতি তার ব্যক্তিগত আক্রোশ নেই। কোনো রাজনৈতিক দলের উপরেও রাগ নেই। আবারও কি সামনে দেখলে জুতা ছুঁড়ে মারবেন? এই প্রশ্নের উত্তর অবশ্যই মৃদু হেসে এড়িয়ে গেছেন তিনি।

প্রসঙ্গত গতকাল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে শারীরিক পরীক্ষা করাতে জোকার এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ইডির তরফে। সেখানে ওই মহিলা এসেছিলেন আত্মীয়য়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে। পার্থ বাবুকে হাসপাতালে দেখা মাত্রই ওই মহিলা নিজের পায়ের জোড়া জুতো একের পর এক খুলে তার দিকে ছুড়ে মারতে থাকেন।হাসপাতালের বাইরে এই ঘটনা প্রবল উত্তেজনার সৃষ্টি করে! তাকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান” জুতো কেন মেরেছি জানেন না? মহিলা বলেন, “কোটি কোটি টাকা ওঁদের। একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছে কলকাতার। হাসপাতালে আসছে বড় গাড়ি করে। আমাদের সমস্যা হচ্ছে এতে। আমরা ডাক্তার দেখাতে পারছি না ঠিক মতো। তাই জন্যই জুতো ছুড়েছি। ওর মাথায় জুতোটা লাগলে শান্তি পেতাম।”

Related posts

২০ হাজার বছর আগেও করোনা এসেছিল পূর্ব এশিয়ায়! নয়া খোঁজে চাঞ্চল্য

dainikaccess

বিষাক্ত সাপে ছোবল মেরেছে ২০০ বারেরও বেশী! তাও মরেনি এই ব্যক্তি! কিভাবে সম্ভব

News Desk

২০০ বছরের পুরোনো কন্ডোম মিলল স্পেনের গ্রামে, দামের নিরিখে বিশ্বে সর্বোচ্চ! জানেন দাম কত?

News Desk