Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

পর্নছবি অশান্তি ডেকে আনলো শিল্পার জীবনে, এবার কি সংসার ছেড়ে চূড়ান্ত সিদ্ধান্ত অভিনেত্রীর

শিল্পা শেঠি চরম সিদ্ধান্ত নিলেন সন্তানদের জন্য। বলিউডে এখন মরিয়া হয়ে আরও বেশি কাজ খুঁজছেন নায়িকা। অনুরাগ বসু (Anurag Basu) ও প্রিয়দর্শন (Priyadarshan) আশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছেন।

সংসার সুখেই কাটছিল। নিজের দাপট ও পসার ধরে রেখেছিলেন শিল্পা একের পর এক শো ঘিরে । উল্টো দিকে আধিপত্যও কম নয় স্বামী রাজের। সুখী পরিবারের সংজ্ঞা এক কথায় যাকে বলে। প্রকাশ্যে এক চোখ ধাঁধানো লাইফস্টাইল লিড করা সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি পোস্ট থেকে শুরু করে, এবার ভাঙনের সুর শিল্পার সেই সংসারেই!

কিছু দিন আগেই গ্রেফতার হন রাজ কুন্দ্রা (Raj Kundra) পর্নোগ্রাফি কাণ্ডে। এতটা প্রচারের আলো এমনিতে হয় তো এই বিষয়ে পড়ত না, যদি না তিনি নায়িকা শিল্পা শেঠি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী হতেন। রাজ পরিচালনা করতেন নীল ছবির। শিল্পার কথায় তিনি কিছুই জানতেন না এই বিষয়। গোপনে সবটাই হত। কিন্তু ততদিনে শিল্পার কেরিয়ারকে সেই প্রভাব গুরুতরভাবে আঘাত করেছে।

অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপন ও রিয়্যালিটি শোয়ের কাজ নায়িকার কাছ থেকে হাতছাড়া হয়েছে রাজ তাঁর স্বামী বলে। শিল্পাকে রিয়ালিটি শো থেকে বাদ পড়া, দফায় দফায় জেরা, পুলিশ, কোর্ট সবটা পাল্টে গিয়েছিল, চোখের জলে বারে বারে ভাসতে দেখা যায়। কী প্রয়োজন ছিল এসবের জেরার সময় রাজকে প্রশ্ন করেছিলেন তিনি!

তবে সম্প্রতি শিল্পাকে ব্যাগ ও সন্তানদের নিয়ে গাড়িতে উঠতে দেখা যায়, তবে কি চলে যাচ্ছেন তিনি বাড়ি ছেড়ে! শিল্পার এক ঘনিষ্ট বন্ধু সংবাদ মাধ্যমকে জানান, এই দমবন্ধ পরিবেশে বড় হোক তাঁর সন্তানেরা শিল্পা আর চান না। তিনি সবটা চালিয়ে নিতে পারবেন নিজেই। প্রয়োজনে কাজ করবেন আরও।যাতে এই নিয়ে কোনও কুপ্রভাব না পড়ে ছেলেমেয়েদের উপর সেই জন্যই এই সিদ্ধান্ত তাঁর।

Related posts

তাদের অনুপস্থিতিতে কে যেন হেঁটে বেড়ায়? নতুন বাড়িতে অদ্ভুত অভিজ্ঞতার শিকার দম্পতি!

News Desk

১৪ বছরের কিশোরের সাথে সম্পর্ক ৪৫ -এর কোটিপতি নারীর! যে ফল ভুগলেন এই কাজের জন্য

News Desk

সন্তান চেয়ে ৫ লক্ষ টাকা দিয়ে আইভিএফ! শেষে করাতে হল গর্ভপাত, কমিশনের দ্বারস্থ দম্পতি

News Desk