Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সিদ্ধার্থ শুক্লা! বিশ্বাস করতেই পারছেন না কেউ

জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। এই খবর নিশ্চিত করা হয় বৃহস্পতিবার মুম্বইয়ের কুপার হাসপাতাল সূত্রে। মাত্র ৪০ বছর বয়স হয়েছিল। তিনি বিগ বস ১৩-এর প্রাক্তন প্রতিযোগি। জয়ী ছিলেন সেই সিজেনের। বেশ জনপ্রিয় মুখ সিদ্ধার্থ হিন্দি টেলি ধারাবাহিকের।

কিছু ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ বুধবার রাতে ঘুমানোর আগে। কিন্তু আর ওঠেননি তিনি ঘুম থেকে। সকালে সিদ্ধার্থ ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন। তাঁর মা এবং বোন বাড়িতে রয়েছে। কিছুক্ষণ আগে তাঁকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায় । পরে হাসপাতাল থেকে জানানো হয় তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে অভিনেতার অকাল প্রয়াণে।

মুম্বইয়ে ১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ। ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কেরিয়ার শুরু করেন সিদ্ধার্থ মুম্বইয়ের জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা শেষ করে। তবে সিদ্ধার্থের ছিল প্রথম থেকেই অভিনেতা হওয়ার ইচ্ছেটা । সিদ্ধার্থ সুপুরুষ হওয়ার জন্য কিশোর বয়স থেকেই মডেলিংও করেছেন। আর টেলি ধারাবাহিকে আসা সেই সূত্রেই।

Siddharth Shukla is no more

‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে ২০০৮ সালে অভিনয় জগতে ডেবিউ করেন সিদ্ধার্থ। তিনি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন। ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে যান সিদ্ধার্থ ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’ ধারাবাহিক থেকে।

Siddharth Shukla is no more

অভিনেতা ২০১৪ সালে বলিউডে ডেবিউ করেন। তিনি ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।

Siddharth Shukla is no more

তিনি একাধিক রিয়টালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন। সিদ্ধার্থ বিগ বস ১৩ এবং ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি-এর জয়ী। কেউই সকালের এই খবর মেনে নিতে পারছেন না। বিগ বস ১৩-র বিজেতা ভক্তদের কাঁদিয়ে না-ফেরার দেশে।

Related posts

অটো চালক বাবার স্বপ্ন ছিল ছেলে হবে বড় ক্রিকেটার! বাবার মৃত্যু জেদ বাড়িয়েছে মহম্মদ সিরাজের

News Desk

দুর্গাপুজো সর্বসাধারণের জন্য নয়! ক্ষোভে প্রথম বারোয়ারী দুর্গা পুজো শুরু হয় হুগলির গুপ্তিপাড়ায়

News Desk

বর্তির বিলে আচমকাই অভিযান চালালো পুলিশ, আটক ১০

News Desk