Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তারা নাকি শ্রীকৃষ্ণের বংশধর! তাই আজও ভারতের এই গ্রামে দুধ বিক্রী করা মহাপাপ

গোরু (cow) নেই এমন গ্রাম ভারতে একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। প্রাচীন কাল থেকেই ভারতে (india) গোরু পালনের প্রচলন রয়েছে৷ আর এই গোরু পালন ও তার দুধ (milk) বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেক ব্যক্তি। কিন্তু ভার‍তে এমনও গ্রাম আছে যেখানে প্রচুর গোরু পালন করা হয়৷ প্রতিদিন দোয়ানো হয় বিশাল পরিমানে দুধও। কিন্তু সেই দুধ বা দুগ্ধজাত বস্তু কোনোটাই বিক্রি করেন না গ্রামের কোনো মানুষ। হ্যা এদেশে এমন গ্রামও আছে যেখানে দুধ কখনও বিক্রি হয় না। বরং যাদের প্রয়েজন তাদের বিনা পয়সায় দেওয়া হয়। হ্যাঁ এই ২০২০ সালেও এদেশে এমন গ্রাম রয়েছে। আর সেই গ্রামের লোকজন নিজেদের শ্রীকৃষ্ণের বংশধর বলে দাবি করেন। তাই দুধ বিক্রি তাঁদের কাছে পাপ।

মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ইয়েলেগাঁওতে আজ পর্যন্ত দুধ বিক্রি হয়নি। অথচ সেখানে প্রতি ঘরে গরু রয়েছে। রোজ কয়েকশো লিটার দুধ পান সেই গ্রামের মানুষ। কিন্তু পুরোটাই চলে যায় দরিদ্রদের সেবায়। রাজাভাউ মন্ডাডে নামের এক গ্রামবাসী বললেন, ”ইয়েলেগাঁও মানেই তো দুধের গ্রাম। আমরা নিজেদের শ্রীকৃষ্ণের বংশধর বলি। আর তাই আমরা কখনও দুধ বিক্রি করি না।

জানা যাচ্ছে, এই গ্রামের ৯০ শতাংশ বাড়িতেই গোরু সহ একাধিক দুগ্ধ প্রদানকারী প্রাণী পালন করা হয়ে থাকে। কিন্তু কোনো দিনও তারা দুধ বিক্রি করেন না। অতিরিক্ত দুধ উৎপাদন হলে তা দিয়ে দুগ্ধজাত দ্রব্য তৈরি করে তাও দিয়ে দেওয়া হয় দরিদ্র মানুষদের। কয়েকশ বছর ধরে এই গ্রামে চলে আসছে এই পরম্পরা। ওই গ্রামে বেশ কয়েকটি মুসলিম পরিবারও রয়েছে। তাঁরাও পরম্পরা মেনে কখনও দুধ বিক্রি করেনি। এমনকী তাঁরা জন্মাষ্টমীর পুজোয় স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বরাবর।

Related posts

এতবড় সত্যিটা মা লুকিয়ে রেখেছিল বেশ কয়েক মাস, জানতে পেরে যা করলো ছেলে!

News Desk

সিগন্যাল প্যানেলের উপর ফণা তুলে কোবরা! ঘরের কোণে স্টেশন মাস্টার.. ভিডিও ভাইরাল

News Desk

জানেন কি? পুরুষরা গোপনে এই ৫ ধরনের যৌন মিলনের স্বপ্ন দেখে থাকেন!

News Desk