Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী? জেনে নিন কী ভাবে খুলবেন ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডিং শুরু করতে

রোজই খুলে যাচ্ছে নিত্যনতুন আয়ের রাস্তা আজকের এই অর্থনীতির অগ্রগতির যুগে। প্রায় সমস্ত রকম বিনিয়োগের রাস্তাই খোলা রয়েছে ছোট থেকে মাঝারি। কেউ মিউচ্যুাল ফান্ডে বিনিয়োগ করছেন তো কেউ শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন। কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ইচ্ছা অনেকের মনে থাকলেও বিনিয়োগের উপায় জানা থাকে না। তা জেনে রাখা ভালো আপনার একটি ট্রেডিং বা ব্রোকারেজ অ্যাকাউন্ট এবং একটি ডিম্যাট অ্যাকাউন্ট (‘ডিমেটরিয়ালাইজড অ্যাকাউন্টের জন্য সংক্ষিপ্ত) প্রয়োজন বিনিয়োগ শুরু করতে।

ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন কীভাবে?

ডিম্যাট অ্যাকাউন্ট জরুরী শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করতে গেলে অথবা সিকিউরিটিজ কেনা বা বেচার জন্য। কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্ট কী ভাবে খুলবেন। মূলত ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয় জাল শেয়ার বা কাগজপত্রের ঝামেলা এড়ানোর জন্য এবং শেয়ার সংরক্ষিত করার জন্য । পাশাপাশি ডিম্যাট অ্যাকাউন্ট ইলেকট্রনিক ফরম্যাটে শেয়ার এবং সিকিউরিটিজ রাখার জন্য ব্যবহৃত হয় অনলাইনে শেয়ার কেনা-বেচার জন্য।

rules of opening demat account

আবেদন অফলাইন-অনলাইন দুভাবেই করতে পারেন
কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের জন্যে যেটা প্রয়োজন সেটা হল আপনার যথেষ্ট সময় এবং প্রচেষ্টা, আর আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভবান হতে পারেন এই দুটো থাকলেই বলেই মত বিশেষজ্ঞদের। আপনি বিনিয়োগ শুরু করতে পারেন বর্তমানে অফলাইন-অনলাইন দুভাবেই। তবে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ডিপোজিটরি অংশগ্রহণকারী সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে যার সঙ্গে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান।

ট্রেডিং কী ভাবে শুরু করবেন?
এই আদপে একজন ব্রোকার ডিপোজিটরি অংশগ্রহণকারী যে সাহায্য করে থাকে আপনার সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে। আপনার পরিচয় পত্র ও আনুষাঙ্গিক তথ্যাদি জমা করুন ব্রোকার বাছা হয়ে গেলে। এই কাজ অনলাইনেও করা সম্ভব বর্তমানে। এরপর আপনার ব্রোকার শেয়ার ট্রেডিং শুরু করার জন্য নিয়ম, বিধি, চুক্তির শর্তাবলী এবং আপনাকে কত টাকা চার্জ দিতে হবে সেই সম্পর্কিত একটি কপি আপনাকে দেবে ।

rules of opening demat account

আপনি একটি অ্যাকাউন্ট নম্বর এবং ক্লায়েন্ট আইডি পাবেন এক বছরে নতুন ১৩ লক্ষ ডিম্যাট অ্যাকাউন্ট
আবেদনপত্র প্রক্রিয়া শেষ হওয়ার পরেই। এরপরেই অপনি ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডার হয়ে উঠবেন। সহজেই শুরু করতে পারেন শেয়ার ট্রেডিং এই পথে হেঁটে। এদিকে আমজনতার করোনাকালে মন্দার বাজারেও শেয়ারে বিনিয়োগের প্রতি আগ্রহ বেড়েছে। পরিসংখ্যান বলছে মোট ১৩ লক্ষ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে দেশের ব্রোকারেজ সংস্থাগুলি গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত। পাশাপাশি বোম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত বিনিয়োগকারীদের অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭ জুন পর্যন্ত।

Related posts

লরি বা ট্রাকের পিছনে ‘হর্ন ওকে প্লিজ’ লেখা থাকে! এর পেছনের কারণ জানেন?

News Desk

মেয়েকে পাচার করা হয়েছে যৌনপল্লীতে, মেয়েকে বাঁচাতে করতে নিজেও পাচার হলেন মা!

News Desk

শুধুমাত্র হাজার টাকা বিনিয়োগ করলে মিলবে কয়েক লক্ষ। কী করলে মিলবে এই সুযোগ?

News Desk