Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বড় ঘোষণা Paytm এর, গ্রাহকরা কোনো সুদ ছাড়াই পাবেন ৬০,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট! জেনে নিন কিভাবে

পেটিএম ব্যবহারকারীদের (Paytm Users) জন্য সুখবর! অনলাইন অর্থ লেনদেনকারী সংস্থা Paytm আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ ক্রেডিট বা লোনের সুবিধা। এই সুবিধার ফলে এবার থেকে Paytm ব্যবহারকারীরা পেতে পারেন ৬০ হাজার টাকা পর্যন্ত লোনের সুবিধা তাও একেবারে শূন্য শতাংশ সুদে। লোন মিলবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের (Zero Balance Account) ক্ষেত্রেও৷ ‘পোস্টপেইড মিনি’ পরিষেবার মাধ্যমে নিজের গ্রাহকদের জন্যে এই সুবিধা আনল পেটিএম (Paytm)। পেটিএম তাদের ‘ বাই নাউ, পে লেটার ‘ (Buy Now Pay Later) প্রকল্পের আওতায় এই পোস্টপেইড মিনি অফার চালু করেছে। এতে গ্রাহকদের কেনা কাটার জন্যে দেওয়া হবে একটি লোন। পেটিএম এর জন্য আদিত্য বিড়লা ফিনান্স লিমিটেডের ( Aditya Birla Finance Limited) সাথে অংশীদারিত্ব করেছে।

 Paytm has come up with a credit service
Paytm has come up with a credit service

এই লোনের প্রকল্প অনুযায়ী, পেটিএম (Paytm) নিজের গ্রাহকদের কেনাকাটার জন্যে দেবে ৬০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট। এছাড়াও গ্রাহকদের জন্যে থাকছে স্বল্প মূল্যের ক্রেডিটের সুবিধা যার মাধ্যমে ২৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ছোটখাটো লোনের সুবিধা। পেটিএম (Paytm) ব্যাবহার করে বর্তমান সময়ে ফোনের রিচার্জ , কেবল DTH রিচার্জ , LPG সিলিন্ডারের বুকিং কি ইলেকট্রিকের বিল পরিশোধ করা , সবটুকুই করা যায়৷ ক্রেডিট ছাড়াও Paytm যে লোন দিতে চলেছে, সেই লোনের টাকায় এই সমস্ত কাজই মেটানো যাবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে৷

যে সকল Paytm গ্রাহকেরা এই ক্রেডিটের সুবিধা প্রথমবারের জন্য নেবেন, তাঁদের জন্য দেওয়া হবে বিশেষ সুযোগ সুবিধাও। এই বিশেষ সুবিধার ব্যাপারে বিশদে না বললেও Paytm কর্তৃপক্ষ জানিয়েছেন এই ক্রেডিটের মাধ্যমে গ্রাহকদের মধ্যে তৈরী হবে আর্থিক অনুশাসন। পাশাপাশি একজন গ্রাহক প্রথমবার সময়ে লোন ঠিকমতো পরিশোধ করলে পরবর্তী ক্রেডিটের সময় পাবে সুবিধা। তাদের মধ্যে তৈরী হবে আর্থিক সুশৃঙ্খল। যা করোনার সময়ে দেশের এই কঠিন অর্থনীতিকে পরিস্থিতিতে সুদৃঢ় করতে সাহায্য করবে৷

Related posts

সন্তান প্রাপ্তির আশায় কবিরাজের কাছে এসেছিলেন গৃহবধূ! অভিজ্ঞতা হলো মর্মান্তিক

News Desk

শিশু শরীরে করোনা? চিনবেন কি ভাবে? করণীয় কি?

News Desk

ট্রেনে ধাক্কা! ছোট্ট মেয়ে মারা গেছে ভেবে কেঁদে আকুল পরিবার! আচমকাই চোখ মেলে তাকালো সে

News Desk