Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

‘শুধু মৃত্যুই পারবে আমাদের দু’জনকে আলাদা করতে’, প্রিয় বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে বললেন ঋতাভরী

জীবনের চলার পথে রক্তের আত্মীয়ের বাইরে আমাদের বন্ধু বান্ধবের পরিচয় হয় বইকি। কিন্তু অনেক সময় সেই বন্ধুর সাথে বন্ধুত্ব এতটাই গাড় হয়ে যায় যে সে হয়ে ওঠে আমাদের সুখ , দুঃখ সব কিছুর সঙ্গী। এমনই বিশেষ এক বন্ধুর সাথে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ার (Ritabhari Chakraborty) মাধ্যমে সকলকে পরিচিত করলেন। সুখে, দুঃখে, জীবনের সব চেয়ে কঠিন সময়গুলোতে এই বন্ধুকে পাশে পেয়েছেন ঋতাভরী। সাথে থেকেছে সে। ঋতাভরী চক্রবর্তীর এই আবেগ ঘন পোষ্ট দেখে অনেকেই ভেবেছেন ঋতাভরী বলছেন তার জীবনের সঙ্গী হতে চলা বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের বিষয়ে। কিন্তু না। টলিপাড়ায় গুঞ্জন তথাগত চট্টোপাধ্যায়কে নিয়ে হলেও ঋতাভরীর জীবনের এই সুখ দুঃখের সঙ্গী অন্য কেউ। কে? জেনে নিন তাহলে…

সদ্যই ঋতাভরী চক্রবর্তী বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। নায়িকার বিয়ের খবরে মন ভেঙেছে লক্ষ লক্ষ পুরুষের। চিকিত্সক বন্ধুর সঙ্গে ডিসেম্বরে এনগেজমেন্ট সারবেন অভিনেত্রী। তবে সেই নিজের মুখে প্রেমিকের নাম প্রকাশ্যে না আনলেও তথাগত আর ঋতাভরীর কথা এখন সর্বত্র।

তবে এই ক্ষেত্রে যে বিশেষ বন্ধু কে নিয়ে তার পোষ্ট সে একটি ভল্লুক। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। তার ভালো, মন্দ, ছোটোবেলা, কিশোরী বেলা ইত্যাদি সব সময়ের ঋতাভরীর সঙ্গী হল এক পুতুল ভাল্লুক অর্থাৎ টেডি বিয়ার! আর এই ভাল্লুক নিয়েই ঋতাভরীর কাটছে সর্বক্ষণ। সে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া হোক বা চিকিৎসা করানোর সময় হাসপাতালের বেডে শুয়ে দিন যাপন হোক, এই টেডিকে নিজের সঙ্গ ছাড়া করেন না ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় তার প্রিয় টেডির সাথে ছবিটিও ভাগ করে নিয়েছেন তিনি। আদর করে তার সর্বক্ষণের বন্ধু এই টেডির একটা নামও রেখেছেন ঋতাভরী, হাগজি (Hugzy)। শুধু তাই নয়, ঋতাভরী যদি কোথাও দূরেও ঘুরতে যান, তাহলে ব্যাগেও ভরে নেন এই প্রিয় বন্ধু হাগজিকে।

এই বিশেষ বন্ধু হাগজির কথাই ছবি সহ ইনস্টাগ্রামে আপলোড করলেন ঋতাভরী। এই ছবি পোস্ট করে কাপশনে ঋতাভরী লিখলেন, ‘একমাত্র মৃত্যুই আমাদের দু’জনকে দুজনের থেকে আলাদা করবে। আমার ভাল সময়ে সঙ্গে রয়েছে, আমার খারাপ সময়েও। অন্যদের কাছে হয়ত এটা শুধুমাত্রই খেলনা পুতুল। কিন্তু আমার কাছে ছোটবেলার সবথেকে বন্ধু। আমার আলিঙ্গনের জুটি। ও সব সময় হাসিখুশি থাকে আর বোকা বোকা প্রশ্ন করে না।’

পুজোয় আসতে চলেছে ঋতাভরীর নতুন ছবি ‘এফআইআর’। নতুন ছবি নিয়ে বেশ উৎসাহী নায়িকাও। এই ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ‘এফআইআর’ ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম এশা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ‘এফআইআর’ এর ছোট ছোট অংশ ভাগ করে নিয়েছেন ঋতাভরী। যেমন পোস্টার বা ট্রেলার, রহস্য ও রোমাঞ্চে ভরা ঋতাভরীর নতুন ছবি।

Related posts

আবারও টলিউডে বিচ্ছেদের সুর! বিয়ে ভাঙছে তথাগত দেবলিনার! নেপথ্যে কি এই নায়িকা?

News Desk

জন্মসূত্রে হিন্দু দিলীপ কুমার যেভাবে হলেন আজকের এ আর রহমান!

News Desk

করিনা-করিশ্মার মায়ের সাথে নাকি ‘টাইমপাস’ করতেন রণধীর! রাজ কাপুরের চাপে বিয়ে করেন?

News Desk