Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

‘দিদি নম্বর ১’ রচনা কি ডিভোর্সি? স্বামী প্রবালের সাথে ঠিক কী সম্পর্ক, জানালেন নিজেই

বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ রচনা ব্যানার্জী। শুধু বাংলা সিনেমার অভিনেত্রী হিসেবেই নিন, দীর্ঘ দিন ধরে রচনা ব্যানার্জি ভীষণ জনপ্রিয় মুখ বাংলা টেলিভিশনে। টিভি শো ‘দিদি নম্বর ১’র পরিচালিকা হিসেবেও! যদিও নিজের পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে শোনা যায় না তাকে। এমনকী, সেইভাবে কোনো বিতর্কের মধ্যেও জড়ান না কখনো নিজেকে। নিজের মতো করেই চলেন।

কিন্তু এই শো তাকে দিয়েছে মানুষের কাছাকাছি। এই শোয়ে মূলত বহু মহিলা নিজেদের জার্নি জানান। বাদ যান না সেলিব্রিটিরাও। এই শোয়ের কারণেই আজ রচনা ব্যানার্জি বহু মহিলার আদর্শ। হাসিমুখে বহু মহিলার জীবনের সংগ্রাম শুনে বাহবা দিতে এমনকি তাদের সমস্যার সমাধান করেছেন তিনি। কিন্তু অভিনেত্রীর নিজের জীবন ঠিক কেমন। জানেন না এনেকেই। ছেলে প্রণিলের বিষয়ে ‘দিদি নম্বর ১’- থেকে শুনেছেন অনেকেই। কিন্তু অনেকই জানেন না তার বিবাহিত জীবনের ব্যাপারে।

৪৭ বছর বয়সী রচনা এই নিয়ে মুখ খুলেছেন সংবাদ প্রতিদিনের কাছে। রচনা নিজের বিবাহিত জীবন নিয়ে বলেছেন, তিনি বিবাহিত, তবে ‘হ্যাপিলি ম্যারেড’ এই কথাটা তাঁর জীবনের সঙ্গে খাপ খায় না। যদিও স্বামীর সাথে আইনত ডিভোর্স হয়নি রচনার। তবে তারা আলাদা আলাদা থাকেন। রচনার জানিয়েছেন, ছেলের কারণেই তারা ডিভোর্স নেন নি। কেননা তিনি কখনও চাইনি যে তাঁর ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তাঁর বাবা-মা ডিভোর্সড। এটা তাঁর এবং তাঁর স্বামীর মিলিত সিদ্ধান্ত।’

২০০৭ সালে প্রবাল বসুর সাথে বিয়ে হয় রচনার। রচনার ছেলের নাম প্রণিল বসু। স্বামীর সাথে নয় বরং নিজের বাবা আর ছেলেকে নিয়েই থাকতেন রচনা। গত নভেম্বরে মারা যান রচনার বাবা। সেই শোক কাটিয়ে আবারও নিজের কাজের জগতে ফিরেছেন অভিনেত্রী।

রচনা জানিয়েছেন স্বামীর সাথে তাঁর সম্পর্ক এখন বন্ধুর মতো। তাঁরা ছেলেকে সাথে নিয়ে একসাথে রেস্তোরাঁয় খেতে যান। ছেলের পরীক্ষা থাকলে স্বামী বাড়িতে এসে থাকে, ছেলেকে পরীক্ষার পড়া পরান। তিনজনে মিলে একসঙ্গে বসে গল্প আড্ডা মারেন, হাসি-ঠাট্টাতেও মেতে ওঠেন।

Related posts

চূড়ান্ত কষ্টে হয়েছিল দিন গুজরান! বাবা রাকেশ রোশনের জন্য মেঝেতেও শুয়েছেন হৃতিক রোশন

News Desk

সেক্সী হওয়ার ইচ্ছায় নিতম্ব উন্নত করলেন মডেল! যৌন সঙ্গম করতে গিয়ে পড়লেন ফাঁপরে

News Desk

রাধের মুক্তির দিনে ভাইজানের সতর্কতা: ‘অক্সিজেন, ওষুধ নিয়ে যারা কালোবাজারি করছে, পাপের ফল পাবে’

News Desk