Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

তালিবানি হামলার কারনে ভারতীয়দের অবিলম্বে আফগানিস্তান ছাড়তে নির্দেশ কেন্দ্রের, বিশেষ বিমানের ব্যবস্থা!

মার্কিন সেনা সরতেই আফগানিস্তানের দখল নিজেদের হাতে নিচ্ছে তালিবানরা। ইতিমধ্যেই আফগানিস্থানের বহু জায়গায় সক্রিয় তালিবান জঙ্গি গোষ্ঠী। অনেক আফগানি গ্রাম ও শহর নিজেদের নিয়ন্ত্রণেও নিয়ে নিয়েছিলেন তারা। আফগান সরকার স্বীকার না করলেও তালিবানদের সাথে যুদ্ধে বিশেষ সুবিধা করতে পারছেন না তারা। একদিন আগেই আফগানিস্তানের গুরুত্বপূর্ন কুন্দুজ (Kunduz) প্রদেশ দখল করে নিজেদের পতাকা লাগিয়ে দিয়েছে তালিবানি জঙ্গিগোষ্ঠী। রবিবার কুন্দুজ দখলের ঠিক কয়েকঘণ্টার পার হতে না হতেই পাশের সর-ই-পুলেও হামলা চালাল তালিবানি জঙ্গিরা। এই দুটিই আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী শহর। বিশেষত কুন্দুজ প্রদেশটি তালিবানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় আফগানিস্তানের (Afghanistan) সাম্প্রতিক সংঘর্ষের পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

সম্প্রতি তীব্র সংঘর্ষ বেধেছে আফগান শহর মাজার-ই-শরিফ-এ, আফগান সেনাবাহিনী এবং তালিবান জঙ্গিদের মধ্যে। এরমধ্যেই সেখান থেকে ভারতীয় নাগরিকদের অবিলম্বে ভারতে চলে আসার আহ্বান জানালো ভারত সরকার মঙ্গলবার দিন। সোমবারই তালিবানরা জানিয়েছিল, মাজার-ই-শরিফের দিকে তাদের নজর পড়েছে। এই শহরটি তারা নিয়ন্ত্রণে আনতে চায়। এরপরই এদিন ওই আফগান শহরে থাকা ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলে যেন দ্বিধা না করে ফিরে আসেন। এক বিশেষ উড়ানে নয়াদিল্লিতে উড়িয়ে আনা হবে ভারতীয়দের এদিনই মাজার-ই-শরিফ থেকে। দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে, বিশেষ উড়ানে যে সব ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক তাদের পুরো নাম, পাসপোর্ট নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ-এর মতো তথ্য, সেই সব নাগরিকদের অবিলম্বে সেই দুটি নম্বরে, হোয়াট্সঅ্যাপ করতে বলা হয়েছে।

আফগানিস্তানে (Afghanistan) ভারতের মোট চারটি কনস্যুলেট রয়েছে কাবুল (Kabul) দূতাবাস ছাড়াও। ভারতীয় সেনা আধিকারিকেরাও আফগান সেনা ও পুলিসকে ট্রেনিং দেওয়ার দায়িত্বে থাকেন সেখানে। সব আধিকারিককে ফিরিয়ে আনা হবে কিনা, তা এখনও জানা যায়নি অবশ্য । তবে দ্রুত শুরু হবে সরিয়ে আনার কাজ বলেই খবর। এর আগে কনস্যুলেটের (Consulate General) কাজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ওই দু’টি শহরের। এই মাজার-ই-শরিফের কনস্যুলেটের কাজ এ বার বন্ধ করে দেওয়া হল।

তালিবানদের তরফে সোমবারই জানানো হয়েছে, তারা মাজার-ই-শরিফ শহর দখলের অভিযান শুরু করে দিয়েছে৷ ইতিমধ্যেই মাজার-ই-শরিফের পশ্চিম দিকে শেবেরঘান এবং পূর্ব প্রান্তে কুন্দুজ ও তালুকান অঞ্চল দখল করে ফেলেছে তালিবানরা৷ মাজার-ই-শরিফ আফগানিস্তানের উত্তরে অন্যতম বড় শহর৷ এই শহর দখলে থাকায় আফগান সরকার গোটা এলাকায় নিয়ন্ত্রণ রাখতে পারছিল৷

Related posts

চুমুতে প্রকাশ পায় ভালোবাসা , ফ্রেঞ্চ কিস , অ্যাঞ্জেল কিসিং, জেনে নিন বিভিন্ন চুমুর রকমভেদ

News Desk

বাড়ির লোক সম্পর্ক মানছে না! উদ্যোগী হয়ে বিয়ে দিল পুলিশ, থানাতেই বসলো বিয়ের আসর

News Desk

স্বামী ‘বাই সেক্সচুয়াল’! পুরুষসঙ্গীর সাথে একই বিছানায় স্ত্রীকে নিয়ে বাস! অভিযোগে চাঞ্চল্য ডায়মন্ড হারবারে

News Desk