Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনার কারনে হয়রানি চাকরী প্রার্থীদের , স্থগিত হয়ে গেল PSC-র নিয়োগ পরীক্ষা!

করোনার ফলে গোটা দেশ জুড়েই , সব দিকের সাথে প্রভাবিত হয়েছে শিক্ষা ব্যবস্থাও । পিছচ্ছে বার্ষিক পরীক্ষা সহ দশম , দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষাও । বন্ধ হয়েছে কলেজের বিভিন্ন বর্ষেরও পরীক্ষা। একদিকে যেমন মানুষের কর্মস্থলের স্থগিতাদেশ আসছে তেমনই নতুন নিয়োগের ক্ষেত্রেও প্রবেশিকা বন্ধ রাখার নির্দেশ আসছে । কিন্তু শুধু মাত্র এতেও সীমাবদ্ধ নেই । করোনার পাশাপাশি পশ্চিম বঙ্গ বিধানসভা নির্বাচনের কারনেও স্থগিতাদেশ এল চাকরির পরীক্ষায়। 

চাকরিপ্রার্থীরা ফের হতাশ হবেন, কারণ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবারে স্থগিত হয়ে গেল পাবলিক সার্ভিস কমিশন বা পি এস সি (PSC)-র নিয়োগ পরীক্ষা! ‘পাবলিক সার্ভিস কমিশন’ এই নিয়ে বিবৃতি জারি করেছে । কমিশন থেকে জানান হয়েছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ মে, ২০২১ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন (PSC)-র নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার । যদিও স্থগিত কী কারণে তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।  

জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সারভিসেস (WBCS)-এর প্রিলিমিনারি, মেইনস-সহ বেশ কিছু পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে , মার্চ থেকে শুরু হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের কারণেই । সিদ্ধান্ত নিয়েছে কমিশন যে ২ মে নির্বাচনের ফল, তাই একেবারে ১৫ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার । যদিও পরবর্তী পরীক্ষা কবে নেওয়া হবে, সে ব্যাপারে এখনও কিছুই জানান হয়নি । এই ব্যাপারে আরও তথ্য জানতে যেতে বলা হয়েছে https://wbpsc.gov.in ওয়েবসাইটে । এর আগে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের প্রিলিমিনারি হবে ১১ এপ্রিল , পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল । ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল, মেইনস আয়োজিত হবে । রাজ্যের প্রশাসনিক আধিকারিক নিয়োগের সর্বোচ্চ পরীক্ষার প্রিলিমিনারি আয়োজিত হবে ২১ মে। 

প্রসঙ্গত এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মোট আট দফায় সম্পন্ন হয়েছে । কিন্তু বিপত্তি এখানেই শেষ নয় , আবার ফিরে এসেছে করোনা নতুন ভাবে । ফলে নির্বাচন শেষ হলেও পরীক্ষা নেওয়া কবে সম্ভব হবে তার কোনও নিশ্চয়তা নেই ।

Related posts

নতুন সপ্তাহে চোখ রাঙাচ্ছে করোনা! পরপর দুদিন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেল সংক্রমণ

News Desk

২০ হাজার বছর আগেও করোনা এসেছিল পূর্ব এশিয়ায়! নয়া খোঁজে চাঞ্চল্য

dainikaccess

এমনও দিন গেছে শুধু জল খেয়ে রেকর্ডিং করেছেন! ফিরে দেখা কিংবদন্তি লতা মঙ্গেশকরের জীবন!

News Desk