Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

২০ হাজার বছর আগেও করোনা এসেছিল পূর্ব এশিয়ায়! নয়া খোঁজে চাঞ্চল্য

আজ থেকে ১.৫ বছর আগেও বিশ্ব পরিচিত ছিল না করোনা ভাইরাস বা সার্স-কোভিড-২ – এর সঙ্গে। এর ত্রাসে ঘরবন্দী গোটা বিশ্ব। এই ভাইরাস আসার পূর্বে পৃথিবী ভাইরাল ইনফেকশনের সাথে পরিচিত হলেও তা যে অতিমারীতে রুপান্তরিত হয়ে উঠতে পারে, সেই ধারণা ছিল না কারুরই। আজ তার প্রভাব টের পাচ্ছে সারা বিশ্ব।

কিন্তু সাম্প্রতিককালে গবেষণা চালিয়েছে এক দল বিশেষজ্ঞ। সেই গবেষণায় উঠে এসেছে এক  চাঞ্চল্যকর তথ্য। সেই গবেষণায় বলা হয়েছে যে, ২০ হাজার বছর আগেই নাকি পূর্ব এশিয়ায়  থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। আর শুধু তাই নয় মানুষের জিনও নাকি পরিবর্তিত করে দিয়েছিল এই ভাইরাস।

কিছুদিন আগে বিখ্যাত জার্নাল ‘কারেন্ট বায়োলজি’তে প্রকাশিত হয় একটি প্রতিবেদন। অস্ট্রেলিয়া ও আমেরিকার একদল গবেষক একটি রিপোর্ট বানায়। সেই রিপোর্টে বলা হয় , ২০ হাজার বছর আগেও পূর্ব এশিয়ায় এসে পৌঁছেছিল করোনা ভাইরাস। যার জোরে মানুষের জিনগত কাঠামো অনেকটাই বদলে গিয়েছে। এই গবেষণা অন্তত ২৬টি ভিন্ন গোষ্ঠীর ২৫০০ মানুষের জিনের উপর রিসার্চ করে প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিজ্ঞানীরা। সেই গবেষণার রেজাল্টই  বলছে, পূর্বপুরুষদের জিনগত বদলের প্রভাব আজকের এশিয়ার মানুষজনের DNA’তেও নাকি রয়ে গিয়েছে।

তাহলে কি করে বর্তমান সময়ের মানুষের শরীরেও হানা দিচ্ছে করোনা? এই প্রশ্নও জেগেছে সকলের মনে। তবে গবেষকদের এই কুড়ি হাজার বছর আগে আসা করোনা ভাইরাসের অস্তিত্বের দাবি ঘিরে আপাতত শোরগোল সকলের মধ্যে। বলা হচ্ছে, জাপান, চিন, ভিয়েতনাম এলাকার মানুষজনের উপর জিন গবেষণা চালানো হয়। তাতেই বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য।

Related posts

স্ত্রী ছাড়াও রয়েছে অনেক বান্ধবী! সবার আবদার পূরণ করতে গিয়ে শ্রীঘরে যুবক!!

News Desk

রাতারাতি ৫৬ লাখ হবে ৫০ কোটি! কালাজাদু করে বড়লোক হতে গিয়ে পথে বসলো কন্ট্রাক্টর

News Desk

১১ই ডিসেম্বর: বেথুন সোসাইটির প্রতিষ্ঠা এবং আরো কিছু স্মরণীয় ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk