Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সাত সকালেই আকাশ অন্ধকার, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়

ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গসহ পুরো কলকাতা শহর। আজ সকাল থেকেই আবারও আকাশের মুখ ভার। কলকাতা এবং পার্শ্ববর্তী একাধিক জেলায় সকাল থেকেই কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। কলকাতায় বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ভাবে। গত পরশুর বৃষ্টির পর গতকাল বৃষ্টি বিরতি নিয়েছিল কলকাতায়। তবে এদিন আবারও সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে শহরে। এদিকে আজকের পর বৃষ্টির পূর্বাভাস আবার কালকেও রয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার রয়েছে। শুক্রবার সকালের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তিন জেলায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজও বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তবে ঘূর্ণাবর্ত সামান্য একটু সরে গেছে বাংলাদেশের দিকে। এর ফলে বৃষ্টি কিছুদিন বাদে কমেও যাবে দক্ষিণবঙ্গে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৬ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির মধ্যে কোনও কোনও টমস্থানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ অগাস্ট সকাল বেলার ভেতর সবকটি জেলারই কোনও কোনও স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা। আগামী চার থেকে পাঁচ দিন দিন তাপমাত্রার সেই ভাবে কোনও পরিবর্তন হবে না।

প্রসঙ্গত গত বুধবার মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে পরে যায় সাধারণ মানুষ।

বৃহস্পতিবার বৃষ্টি থামলেও, মহানগরের বেশ কিছু জায়গায় জল জমার যন্ত্রণা ছিল অব্যাহত। পাতিপুকুর আন্ডারপাসে জলে আটকে গেছে বাস। ৩৬-ঘণ্টা পরও তা উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ শুক্রবার, যদি আবারও বৃষ্টি হলে, পরিস্থিতি আবারও যন্ত্রণাদায়ক দাড়াবে বলে আশঙ্কা শহরবাসীর। অনেক জায়গায় এখনও জল দাড়িয়ে। কয়েকটি জায়গায় গতকাল জল নেমেছে।এই পরিস্থিতিতে আজ ভারী বৃষ্টিপাত শুরু হলে, নতুন করে আবারও জল-যন্ত্রণা শুরু হবে।

Related posts

আলাদা জাতে বিয়ে! ছাদনাতলাতেই পাত্রকে বেধড়ক জুতোপেটা মায়ের

News Desk

প্রতিবেশী বাবা-ছেলের ‘যৌন নির্যাতনে’র শিকার কিশোরী, অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই জানাজানি

News Desk

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক স্বামীর! ভাসুরের সঙ্গে হালালার শর্ত রাখলো শ্বশুরবাড়ি

News Desk