পুনম পাণ্ডের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করল বান্দ্রা পুলিশ। অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, তাঁকে নির্যাতন করছিলেন স্বামী স্যাম বম্বে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে স্যামকে। সোমবার আদালতে তোলা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার তদন্তে নেমেছে বান্দ্রা পুলিশ। স্যামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে গোয়ায় তাঁর স্বামীর বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন। ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বি-টাউনে। দু’ বছর ধরে স্যামের সঙ্গে লিভ ইন রিলেশনে ছিলেন পুনম। তাঁদের প্রেমের গল্প বেশ চর্চিত ছিল টিনসেল টাউনে। গত বছর ১০ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েন পুনম ও স্যাম। কিন্তু বিয়ের ১২ দিনের মাথায় অশান্তির খবর প্রকাশ্যে আসে। গত বছরেও নিজের স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ‘নশা’ খ্যাত অভিনেত্রী। ওই অভিযোগের ভিত্তিতে গোয়া পুলিশও স্যামকে গ্রেফতার করেছিল। যদিও পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি। কিন্তু, এরই মধ্যে দ্বিতীয়বার পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী। যার জেরে আবারও গ্রেফতার করা হয়েছে স্যামকে।
এর আগে মডেল তথা অভিনেত্রী পুনম পান্ডে এবং স্যাম বম্বেকে আপত্তিকর ভিডিয়ো শ্যুট করার জন্য গ্রেফতার করেছ গোয়া পুলিশ। সাউথ গোয়ার কংকনা টাউনের একটি বাঁধের উপর নাকি তাঁরা অশালীন ভিডিয়ো তৈরি করছিলেন। ওইদিনই জামিন পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী। জানা গিয়েছিল, মাথাপিছু ২০ হাজার টাকার বন্ডে ওই জামিন মঞ্জুর হয়েছিল। এদিকে রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলাতেও পুনম পান্ডের যোগসূত্র রয়েছে বলেই জানিয়েছিল পুলিশ। অভিনেত্রী দাবি করেছিলেন, তাঁকে হুমকি দিয়ে একটি ছবিতে কাজ করার চুক্তি করিয়েছিলেন রাজ। তাঁর কথায়, ‘আমাকে ভয় দেখিয়ে চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছিল। চুক্তিতে লেখা ছিল, আমাকে যেভাবে শ্যুট করতে, পোজ দিতে, সাজতে বলা হবে, সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। নয়ত আমার ব্যক্তিগত কিছু তথ্য ফাঁসের হুমকি দেওয়া হয়েছিল।’
কে এই স্যাম বম্বে?
পুনমের স্বামী স্যাম বম্বে বিজ্ঞাপনের পরিচালক হিসেবে জনপ্রিয়। ৩৬ বছরের স্যাম বেশ জনপ্রিয়ও বটে। অক্ষয় কুমার থেকে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে জ্যাকলিন ফার্নান্ডেজ, তামান্না ভাটিয়া থেকে আল্লু অর্জুন, প্রত্যেকের সঙ্গেই কাজ করেছেন। তাঁর জন্ম আরব আমিরশাহীর দুবাইয়ে। তবে কর্মসূত্রে তিনি মুম্বইয়ে থাকেন।