Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ঝড়ের গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় উড়ে যাচ্ছে একের পর এক বাইক! হারহিম করা ভিডিও

মঙ্গলবার রাজস্থানের যোধপুরের একটি ব্যস্ত রাস্তায় একটি দ্রুতগতির সাদা বিলাসবহুল অডি দ্রুত গতিতে ছুটে এসে একের পর এক বাইক ও স্কুটারে আরোহণকারীদের ধাক্কা দেয়। ক্যামেরায় ধরা পড়েছে এই ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখে শিহরিত হলেন সকলে। এতে একজন নিহত এবং আটজন আহত হয়। বাইককে ধাক্কা মেরে অবশেষে দেখা যায় অডিটি ঢুকে যাচ্ছে বসতি এলাকার ভিতরে।

রাজস্থানের যোধপুরের হয়েছে এই ভয়াবহ অ্যাক্সিডেন্টে। আর পাঁচটা দিনের মতই ব্যস্ত ছিল রাস্তা। তাতে যেমন ছিল অন্যান্য গাড়ি, তেমনই চলাচল করছে বাইক, তেমনই পথচলতি মানুষও ছিল। আচমকাই পিছন থেকে ধেয়ে আসে একটি লাক্সারি সেডান। ১১টা নাগাদ ভীষণ ব্যস্ত AIIMS রোড-এ CCTV ফুটেজে দেখা যায় সাদা অডিটিকে ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে যেতে। সামনের দু-চাকার গাড়ির বেশ কয়েকটি গাড়ি থাকায় সেই সেডানটি নিজের গতি কমানোর পরিবর্তে, গতি বাড়িয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যার ধাক্কার জোরে বাইক আরোহী শূন্যে উড়ে যায়।

কয়েক সেকেন্ডের মধ্যে, অডিটি পর পর একের পর এক মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে। এরপর ওই রাস্তার পাশে যেখানে ঝুপড়ি এবং ফেরিওয়ালারা বসে ছিল সেদিকে চলে যায়। এই গাড়ির দ্বারা বেশ কয়েকজনকে ধাক্কা খেতে দেখা যায়। এমনকি যারা গাড়িটিকে আসতে দেখে শেষ মুহুর্তে নিরাপত্তার জন্য দৌড়ানোর চেষ্টা করেছিল তারা থামার আগেই অডির টায়ারে ওঠা ধুলোর ধোঁয়ায় ঢেকে যায়। বেসামাল হয়ে ছুটে পাশের এলাকায় ঢুকে পড়ার আগে সেটি একাধিক ঝুপড়ি ঘর ভেঙে দেয়। শেষ অবধি ঢুকে পড়ে পাশের একটি দোকানের ভিতর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মারাত্মক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এরপর ওই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

এ দৃশ্য যেন চোখে দেখে সহ্য করা যায় না! এই ঘটনার ফুটেজ সামনে আসতেই হাড়হিম হয়ে গেছে সবার। পুলিশ জানিয়েছে যে সমস্ত আহত ব্যক্তিদের যোধপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজন আহত হয়ে মারা গেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মৃত ব্যক্তি ৩০ বছর বয়সী মুকেশ। জানা গিয়েছে, ওই সেডান গাড়ির চালক নিয়ন্ত্রণ হারাতেই এই বিপত্তি ঘটে। গাড়ি চালককে হেফাজতে নিয়েছে পুলিস।

Related posts

৪ বছর ধরে মহিলার গোপনাঙ্গে আটকে কাঁচের গ্লাস, দেখে তাজ্জব বনে গেলেন চিকিৎসকরাও

News Desk

IPL খেলোয়াড় সন্দীপ লামিছনের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ! FIR দায়ের করলো পুলিশ

News Desk

এমন এক গ্রাম যেখানে ঘরে ঘরে জন্মায় যমজ সন্তান। কি কারন?

dainikaccess