নানা সূত্র ধরে আগে থেকেই সন্দেহ ছিল যে কিছু না কিছু তো উল্টোপাল্টা কান্ড ঘটানো হচ্ছে বিলাসবহুল ভিলাতে। এরপরই সেখানে উপস্থিত হয় পুলিশ। পৌঁছে যা দেখে তাতে তারাও হতভম্ব। দেখা যায় একেবারে নারী পুরুষ হাজির করে চলছে পর্ন শুটিং।
একটি বিলাসবহুল ভিলা থেকে পরিচালিত একটি চীনা পর্ন স্টুডিও ফাঁস হয়েছে। আসলে, স্টুডিওতে কর্মরত এক চীনা ব্যক্তি জালিয়াতি করে একটি কম্পিউটার কিনেছিলেন। এ ব্যাপারে দুই থানার পুলিশ ভিলায় অভিযান চালাতে গেলে সেখানে পর্ন স্টুডিওর সেটআপ দেখে বিস্মিত হয় তারা। সেখানে উপস্থিত প্রাপ্তবয়স্ক অভিনেত্রী, অভিনেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি থাইল্যান্ডের। চোন বুরির সাত্তাহিপ জেলার একটি বিলাসবহুল পুল ভিলায় অভিযানের সময় একটি গোপন পর্ন স্টুডিও উন্মোচিত হয়েছিল। এরপর গ্রেফতার করা হয় ৪ আসামিকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৩৩ বছর বয়সী চীনা পরিচালক লি, ২৪ বছর বয়সী চীনা দোভাষী আরজাং, ২০ বছর বয়সী পুরুষ অভিনেতা এবং ২৪ বছর বয়সী অভিনেত্রী। পর্ন স্টুডিওতে ব্যবহৃত জিনিসপত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আসলে, কম্পিউটার অপরাধ আইন লঙ্ঘনের ক্ষেত্রে, পুলিশ ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে একজন ব্যক্তির সন্ধান করছিল। ওই ব্যক্তি ভুল তথ্য দিয়ে একটি কম্পিউটার সিস্টেম কিনেছিলেন। এ সময় পুলিশ জানতে পারে একটি চীনা গ্রুপ পাতায়া এবং ব্যাংককে পর্ন সিনেমার শুটিং করছে।
পুলিশ এমন প্রমাণও পেয়েছে যে বিজ্ঞাপনের মাধ্যমে এই চীনা গ্রুপটি থাই পর্ণ অভিনেতাদেরও সিনেমায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এখানে যে পর্ণ মুভির শুটিং হচ্ছে তা চীনা প্ল্যাটফর্মে দেখানো হবে।
পর্ন ছবিতে কাজ করা:
অভিনেতা-অভিনেত্রীদের নাম ও তাদের সম্পূর্ন পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রতিদিনের কাজের জন্য প্রায় ৪৫ হাজার টাকা পেতেন বলে জানিয়েছেন এক অভিনেত্রী। একই সঙ্গে দৈনিক প্রায় ১৪ হাজার টাকা পেতেন আরেক ব্যাক্তি।
thethaiger.com-এর প্রতিবেদনে বলা হয়েছে, পর্নোগ্রাফিক সামগ্রী তৈরির অভিযোগে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।