Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মর্মান্তিক! খেলতে খেলতে বোলতার চাকের কাছে গিয়ে কামড়ে মৃত্যু হল ৩ বছরের শিশু কন্যার

বিষাক্ত বোলতার কামড়ে মর্মান্তিক ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরে৷ খেলতে গিয়ে বোলতার দংশনে মৃত্যু হল এক ছোট্ট শিশুর। গুরুতর কামড়ে আহত হয়েছেন আরও তিনজন। রবিবারদিন বিকেল ৪টে নাগাদ এমন ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে। মৃত শিশুটির নাম হাসি খাতুন (৩)। তাকে দংশনের হাত থেকে বাঁচাতে গিয়ে বোলতার কামড়ে অসুস্থ হয়েছেন হাসি খাতুনের ঠাকুমা সুবেরা বেওয়া (৭০), জেঠিমা সাবেরা বিবি ও তার সাথে খেলা করছিল মেজো ভাই রোজ আলি (৬)। এদিকে ছোট্ট শিশুটির এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

প্রাণীবিজ্ঞানীরা বলেন কোনো কোনো কীটপতঙ্গের অনেক সময় ভীষণ বিষাক্ত এবং তার থেকে প্রাণসংশয়ও হতে পারে। বোলতা যখন কোনো বাচ্চাকে কামড়ায় তখন চোখের পলকে ঘুরে ঘুরে এসে বাচ্চাকে কামড়াতে থাকে এবং স্বল্প সময়ে অসংখ্য কামড় দিয়ে মানব শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে। ঠিক এমনটাই হয়েছে এই শিশুটির ক্ষেত্রেও।

পরিবার সূত্রে জানা যায় হাসি খাতুন ও তার মেজ ভাই রোজ আলি রবিবার বিকেলবেলা চারটের সময় রোজ বিকালের মতন বাড়ির পিছনে এক পরিত্যক্ত ইটের বাড়িতে খেলছিল। সেখানে ছিল বোলতার বিশাল এক চাক। খেলতে খেলতে সেই চাকের কাছে চলে গেলে হঠাৎই এক ঝাঁক বিষাক্ত বোলতা ছোট্ট ওই দুই শিশুকে ছেঁকে ধরে আর কামড়াতে থাকে। প্রবল যন্ত্রণায় তারা চিৎকার চেঁচামেচি করলে শুনে ছুটে আসেন তাদের ঠাকুমা সুবেরা বেওয়া ও জ্যেঠিমা সাবেরা বিবি। শিশু দুটিকে বার করতে গেলে তাদের ওপরেও আক্রমণ করে বোলতা।

বোলতার কামড়ে গুরুতর আহত হন দুই শিশু। আহত হন তাদের ঠাকুমা, জেঠিমাও। তাদেরকে তড়িঘড়ি চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা দেখে সেখানকার ডাক্তারবাবুরা দুই শিশুকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায় তিন বছর বয়সী হাসি খাতুন।

এখন বিষাক্ত বোলতার উৎপাতে রীতিমতো ভয়ভীত হরিশ্চন্দ্রপুরের রামশিমুল গ্রামের বাসিন্দারা৷ খেলতে গিয়ে একটা বোলতার কামড়ে শিশু-মৃত্যুর এমন ঘটনা মেনে নিতে পারছেন না শিশুটির পরিবারের লোকজন ও এলাকাবাসী৷ শোকে ভেঙে পড়েছেন তাঁরা৷ ঘটনার পর শিশুটির বাড়িতে নিকটাত্মীয় ও প্রতিবেশীদের ভিড় জমে৷ শোকে বাক্যহারা গোটা গ্রাম৷

Related posts

পর্নহাবে ২০০ এর বেশি অঙ্কের ভিডিও আপলোড করলেন শিক্ষক! কান্ড ঘিরে হতবাক সকলে

News Desk

কার্তিক মাসে প্রতিদিন সন্ধাবেলা কেন জ্বালানো হয় আকাশপ্রদীপ?

News Desk

আইপিএলে নতুন দল হিসাবে প্রকাশ পেল লখনউ ও আহমেদাবাদ! কারা কিনলেন?

News Desk