Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোভিড ভ্যাকসিন নেওয়ার পর কি প্লাজমা দান করতে পারবেন? জেনে নিন

করোনার দ্বিতীয় ঢেউ গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছে । ক্রমশই ভয় ধরাচ্ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । চিকিৎসকরাও আশঙ্কায় ভুগছেন । তাঁদের অক্সিজেনের আকাল, ওষুধের অপ্রুলতা ভাবাচ্ছে । এমত পরিস্থিতিতে বিশেষজ্ঞরা প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়েও নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন । অপর করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের বাঁচিয়ে তোলে কোভিড মুক্ত রোগীর দান করা প্লাজমা (Plasma Donation) । এমন সাফল্য সামনে এসেছে অনেক ক্ষেত্রেই । আর তাই প্লাজমা থেরাপিতে ভরসা রাখছেন অনেকেই করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে । যদিও ইতিমধ্যেই করোনা থেকে সেরে ওঠা অনেকেই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন । এ ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পর প্লাজমা দান করা যায় কিনা, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর প্রশ্ন রয়েছে।

প্লাজমা দানের ক্ষেত্রে যা মনে রাখতে হবে…

১) প্লাজমা দান করা যাবে কোভিড মুক্ত হওয়ার পর । কিন্তু, প্লাজমা দান করতে পারবেন না ষাটোর্ধ্ব কোনও ব্যক্তি ।

২) অ্যাসিম্পটোমেটিক অর্থাৎ প্লাজমা দান করতে পারবেন উপসর্গ বিহীন একজন কোভিড রোগী, রিপোর্ট পজিটিভ আসার পর ১৪ দিনের মাথায় । কিন্তু, প্লাজমা দান সম্ভব নয় উপসর্গ থাকলে ২৮ দিনের আগে ।

৩) অন্তঃসত্ত্বা মহিলারা প্লাজমা দিতে পারবেন না ।

৪) অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্লাজমা দানের আগে। প্লাজমা দান করার ঝুঁকি নেওয়া উচিত নয়, শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি না হলে ।

1.কী এই প্লাজমা থেরাপি?

অন্য একজন কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহার করা যায় , কোভিড-১৯ থেকে কোনও রোগী সেরে উঠলে তাঁর রক্তের থেকে অ্যান্টিবডি বের করে নিয়ে । CP থেরাপি বলা হয় এই পদ্ধতিকে । যেটুকু গবেষণা হয়েছে  এই চিকিৎসা পদ্ধতি নিয়ে, তার ফল আশাব্যঞ্জক হলেও, এই পদ্ধতিটি রোগীর প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, তবে এই রোগের প্রকোপ সাময়িকভাবে কমিয়ে দিয়ে রোগীর শরীরকে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সুযোগ করে দেয়।

2. ভ্যাকসিন নেওয়ার পর কি প্লাজমা দান করা যায়?

ভ্যাকসিন নেওয়ার পর ২৮ দিন পর্যন্ত প্লাজমা দান করা যাবে না, চিকিৎসকরা জানাচ্ছেন ।

Related posts

বাচ্চা ছেলে কে জ্যান্ত গিলে ফেলল কুমির, মুখে বাঁশ আটকে দিল গ্রামবাসীরা! তারপর…

News Desk

যার সাথে বিয়ে-যৌন সম্পর্ক হয়েছে সেই স্বামী আদতে নারী! বিয়ের ১০ মাস পর টের পেলেন স্ত্রী

News Desk

নাচতে নাচতে মারা গিয়েছিলেন চারশোরও বেশী মানুষ! ইউরোপের কুখ্যাত নাচের মহামারী আজও রহস্য

dainikaccess