Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

কোভিড ভ্যাকসিন নেওয়ার পর কি অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ? কী বলছে নির্দেশিকা

দেশে ক্রমাগত সংক্রমণ ছড়াচ্ছে করোনা (COVID)। আর তার সাথেসাথেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভ্রান্ত ধারণা। করোনার দ্বিতীয় ঢেউ ভারতের ওপর আছড়ে পড়েছে, তখন আমজনতার ভরসা ভ্যাকসিন। কিন্তু সেই ভ্যাকসিন নিয়েই উঠছে ধোঁয়াশা। অনেকেই বলছেন ভ্যাকসিন পরবর্তী জীবনে অ্যালকোহল একেবারে নিষিদ্ধ। আবার কেউ কেউ বলছেন অ্যালকোহল সেবনে করোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ গড়ে উঠবে! কেননা অনেকেরই ধারনা, অ্যালকোহল ভাইরাসকে, জীবানু ইত্যাদি ধ্বংস করে দেয়। ফলে কোভিড রুখতে সক্ষম অ্যালকোহল। কিন্তু আসল সত্যিটা কী?

বিজ্ঞানীরা বলছেন অ্যালকোহল খোলা জায়গায় বা স্কিমের ওপর ভাইরাস ও জীবাণু ধ্বংস করতে পারলেও দেহের অভ্যন্তরে জীবানু মারতে পারবে এরকম কোনও কাজ অ্যালকোহল করতে পারবে না। বরং অতিরিক্ত অ্যালকোহল সেবন শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। চলুন জেনে নিই ভ্যাকসিন নেওয়ার পর এটি পান করা উচিত কিনা। 

সরকারি নির্দেশিকা কী বলছে?

যদি কোনও ব্যক্তি কোভিড ভ্যাকসিন নেন তবে ভ্যাকসিন নেওয়ার পরেই অ্যালকোহল গ্রহণ ভ্যাকসিনের ডোজের প্রভাব কমাতে পারে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে অ্যালকোহল পান করা ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস করে। তবে চিকিৎসকরা বলছেন যে, ডোজ নেওয়ার পর অ্যালকোহল পান না করাই ভালো।

WHO এবং CDC অ্যালকোহল সম্পর্কিত কোনও গাইডলাইন দেয়নি

WHO, CDC বা অন্যান্য মেডিকেল বোর্ডের গাইডলাইনে এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি যে কোনও ব্যক্তির কোভিড ভ্যাকসিনের ডোজ গ্রহণের পরে অ্যালকোহল পান করা ঠিক নয়। কিন্তু কিছুদিন তা এড়িয়ে যাওয়াই ভালো।

কতদিন পর মদ্যপান করা যেতে পারে?

চিকিৎসকদের মতে, ভ্যাকসিন নেওয়ার পর অন্ততঃ ৪৫ দিনের জন্য মদ্যপান এড়িয়ে যাওয়া উচিত। কোভিড ভ্যাকসিন নেওয়ার পর অ্যান্টিবডিগুলি শরীরে ঠিক মতন তৈরি হতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগে। তাই এই কয়েক দিন অ্যালকোহল পানের পরিমাণ কমানোই ভালো যাতে আপনার প্রতিরোধ ক্ষমতায় কোনও প্রভাব না পড়ে।

Related posts

প্রেগন্যান্সিতে যৌনতা ভালো না ক্ষতি করে আপনার গর্ভের সন্তানকে! রইলো উত্তর

News Desk

ব্ল্যাক ফাঙ্গাস থেকে নিজেকে বাঁচানোর ৬টি উপায় জেনে নিন

News Desk

সকালে চটজলদি ব্রেকফাস্ট করতে কর্নফ্লেক্স জাতীয় সিরিয়াল ভরসা? আদৌ কতোটা স্বাস্থ্যকর

dainikaccess