আবারও ভয়ঙ্কর পিটবুল। এর আগে উত্তর প্রদেশের লখনউ -এর মিরাটে এক পোষ্য পিটবুল কুকুরের ভয়ঙ্কর আক্রমণের খবর পাওয়া গেছে। এবার আবারও এমনই একটি ঘটনা সামনে এসেছে গাজিয়াবাদে। এখানে একটি পিটবুল কুকুর সাত বছরের একটি মেয়েকে আক্রমণ করেছে। মেয়ের কানে কামড়ে দিয়েছে। জানা গিয়েছে, পিটবুলের মালিক এর আগে মেয়েটির চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু হঠাৎই তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। এ বিষয়ে মেয়েটির বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতিতার বাবা বলেন, “মেয়ের কানের অস্ত্রোপচার করতে হবে। এতে লাখ লাখ টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা গরীব মানুষ, কোথা থেকে শিশুর চিকিৎসার টাকা পাব।”
আসলে, গাজিয়াবাদের লোনি বর্ডার থানা এলাকার রাহুল গার্ডেন কলোনীর কাছে বসবাসকারী প্রেম কুমারের ৭ বছর বয়সী মেয়ে, বাড়ির বাইরে দোলনায় বসে দোল খাওয়ার সময় প্রতিবেশীর পিটবুল কুকুরটি আক্রমণ করে। কুকুরটি তাকে দোলনা থেকে নামিয়ে তার কানে কামড় দেয়। কুকুরটি মেয়েটিকে কয়েক ফুট দূরে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল।
মেয়েটির চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া লোকজন কোনোমতে মেয়েটিকে পিটবুলের আক্রমণ থেকে উদ্ধার করে। ঘটনার পরপরই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির কানের অবস্থা দেখে শিশুটিকে গঙ্গারাম হাসপাতালে চিকিৎসা করা হয়।
পিটবুলের মালিক প্রেম কুমার আহত বাচ্চা মেয়েটির চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপরে মেয়েটির কানের অস্ত্রোপচারে লাখ লাখ টাকা খরচ হবে বলে জানতে পারেন তিনি। এরপর তিনি তার প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান। এখন প্রেম কুমার পিটবুলের মালিকের বিরুদ্ধে লনি সীমান্ত থানায় অভিযোগ দায়ের করেছেন।
অস্ত্রোপচারে ব্যয় হবে ৬ লাখ টাকা
মেয়েটির পরিবার জানায়, পিটবুলের কামড়ে কান পুরোপুরি কেটে গেছে। যার অস্ত্রোপচারে প্রায় দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে। এই অস্ত্রোপচারে প্রায় ৬ লাখ টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা গরীব মানুষ। বাচ্চা মেয়েটির অস্ত্রোপচারের খরচ বহন করতে পারছেন না।
পুলিশ সাহায্য করেনি
এ ঘটনায় আহত মেয়ের বাবা বলছেন, অভিযোগ দায়েরের পরও লনি থানা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।