Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কালো-সাদার পর এবার হলুদ ফাঙ্গাসের হানা ভারতে, দিল্লিতে আক্রান্ত ১

কালো এবং সাদা ছত্রাকের হানা ইতিমধ্যেই দেশের মানুষের চিন্তা বাড়িয়েছে। এর পর আরও এক মারণ ছত্রাকের হদিশ মিলল দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত চলাকালীনই। এবার হলুদ ছত্রাক বা ইওলো ফাঙ্গাসের (Yellow Fangus) সংক্রমণ ধরা পড়ল দেশের রাজধানী দিল্লির গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে। এই ইয়োলো ফাঙ্গাসের সংক্রমণ, ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের থেকেও ভয়ঙ্কর, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

কালো-সাদার পর এবার হলুদ ফাঙ্গাসের হানা ভারতে, দিল্লিতে আক্রান্ত ১

করোনা অতিমারীর চলাকালীন ব্ল্যাক ফাঙ্গাসের (Black Fungus) হানায় রীতিমতো ত্রস্ত সাধারণ মানুষ। যতদিন যাচ্ছে, এই কৃষ্ণ ছত্রাক সংক্রমণের মাত্রা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বিভিন্ন রাজ্যে এই ব্ল্যাক ফাঙ্গাস কে মহামারী রূপেও ঘোষনা করা হয়েছে। তারই মধ্যে আবার প্রদূর্ভাব ঘটেছিল হোয়াইট ফাঙ্গাস। যার প্রভাব নিয়ে দ্বিমত রয়েছে চিকিৎসক দের মধ্যে। অনেকে চিকিৎসক জানিয়েছিলেন, কালো ছত্রাকের থেকেও ভয়ংকর সাদা ছত্রাক। আবার অনেকের মধ্যে সাদা ছত্রাকের সংক্রমণ নিয়ে এত ভয় কাজ করেনি। সহজেই সেরে যায়। কিন্তু এই সাদা কালো ছত্রাকের মধ্যেই এবার এসে হাজির হল হলুদ বা ইয়েলো ফাঙ্গাস এর সংক্রমন।

হলুদ ছত্রাকের উপসর্গ কী কী?
কালো এবং সাদা ফাঙ্গাসের থেকেও নাকি অনেক গুনে ভয়ঙ্কর হলুদ ছত্রাক। এমনই দাবি করেছেন চিকিৎসক মহলের। শরীরে ক্লান্তি আসা, ওজন কমে যাওয়া, বা খিদে না পাওয়া, হলুদ ফাঙ্গাসে আক্রান্ত হলে এরকম একাধিক উপসর্গ দেখা দিতে পারে । দৃষ্টি শক্তিতে প্রভাব ফেলা থেকে শুরু করে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এই ইয়েলো ছত্রাকের সংক্রমণে। এমনকি শরীর থেকে পুঁজ বেরোতে পারে, ঘটতে পারে শরীরে পচন। এই ইয়েলো ফাঙ্গাস কে পরাস্ত করতে প্রয়োজন অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ এমফোটেরিসিন বি ইঞ্জেকশনর।

মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এই ইয়েলো ফাঙ্গাস আক্রান্তের শরীরে বাসা বাঁধছে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে। তাই যে কোনও রকম উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Related posts

মোবাইলে পুরনো ছবি দেখছিলেন মহিলা, স্বামীর একটি ছবিতে চোখ পড়তেই চমকে উঠলেন

News Desk

করোনা কালে নিত্যসঙ্গী স্যানিটাইজার।কতক্ষণ পর পর হাতে স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ?

News Desk

প্রেম নাকি কামনা? কিসে আপনার আকর্ষণ বেশি? জেনে নিন

News Desk