Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আবারও দূর্ঘটনা মা উড়ালপুলে: ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল দুরন্ত গতির গাড়ি

আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে মা উড়ালপুল। রাত্রির অন্ধকারে ভীষণ গতিতে ছুটে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল। গুরুতর জখম অবস্থায় চালককে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ মা উড়ালপুলের উপরে।

আবারও দূর্ঘটনা মা উড়ালপুলে: ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল দুরন্ত গতির গাড়ি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রি বেলা একটি সাদা রঙের সুইফট ডিজায়ার গাড়ি ভীষণ গতিতে চিংড়িঘাটার দিক থেকে আসছিল। গাড়িটির অভিমুখ ছিল পার্ক সার্কাসের দিকে। এই ঘটনাটি যখন ঘটে তখন গাড়িতে চালক ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। প্রচণ্ড গতিতে এসে গাড়িটি মা উড়ালপুলের চার নম্বর ব্রীজে ওঠার পরেই বামদিকের দেওয়ালে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভীষণ স্পীডে মা উড়ালপুলে ওঠার পরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাদা রঙের সুইফট ডিজায়ারটি। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে উড়ালপুলের
পাচিলে। গতি খুব বেশি থাকার কারণে, গাড়িটির ধাক্কা লাগার সাথে সাথেই পাল্টি খেয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে। ঘটনায় গড়ির চালক গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা ঘটার খবর পেয়ে কড়েয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

দুর্ঘটনা টি ঘিরে দানা বাঁধতে শুরু করছে রহস্য, উঠছে একের পর এক প্রশ্ন উঠতে। প্রশ্ন উঠছে চালক কতোটা স্পীডে গাড়ি ছোটাচ্ছিলেন যে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়ি উল্টে রাস্তার উপরে এসে পড়ে একেবারে?‌ পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ ও ফ্লাইওভারের স্পীডো মিটার খতিয়ে দেখা হবে। তাছাড়া গাড়ি চালানোর সময় ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনা ঘটার পরে ক্রেনের সাহায্যে গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাটির জেরে বেশ অনেকক্ষনের জন্য মা উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related posts

চলে গিয়েছেন ৯ জনই, ১১তম স্ত্রীকে তাই দড়ি দিয়ে বেঁধে সাথে নিয়ে ঘোরেন ৭৫ বছরের বৃদ্ধ

News Desk

কেন স্ত্রী ফেসবুকে এত ব্যাস্ত! চূড়ান্ত আকার নিল দাম্পত্য কলহ! পরিনতি মর্মান্তিক

News Desk

ভারতের পর মাঙ্কিপক্স জাপানেও, যৌন মাধ্যমেই কি ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর রোগ?

News Desk