Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে যুবক ! দাবী ভালোবাসার দাম! সারারাত ধর্নায় যুবক

দু’বছরের বেশি সময় ধরে প্রেম৷ প্রেমিকা অর্পিতার সঙ্গে ঘর বাঁধবেন বলে মনে মনেই ঠিক করে ফেলেছিলেন প্রেমিক পুষ্পেন্দু৷ কিন্তু তাঁদের প্রেমের সম্পর্কে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে অর্পিতার বাড়ির লোক৷ মেয়ের বাড়ির লোকেদের এই বিয়েতে চরম আপত্তি৷ এমনকী লুকিয়ে তারা অন্য জায়গায় মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ৷ এদিকে অর্পিতাকে ফিরে পেতে মরিয়া পুষ্পেন্দু৷ আর কোনও পথ না পেয়ে শুক্রবার সারা রাত প্রেমিকার ছবি নিয়ে তাঁর বাড়ির সামনে ধরনায় বসে পড়ে সে৷ ভগ্ন হৃদয়ে শুকনো মুখে পুষ্পেন্দু বলেন, ‘ভালোবাসার দাম না পাওয়া অবধি বসে থাকব৷ অর্পিতা এসে বলুক সে আমায় ভালোবাসে৷ ওকে আমি বিয়ে করে নিয়ে যাব৷’

jack and herby relationship

শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পচাশ বেটিয়া গ্রামের ঘটনা৷ ওই গ্রামেই প্রেমিকা অর্পিতা দাসের বাড়ি৷ তাঁর বাড়ির সামনে একটি শিবমন্দিরের কাছে আশ্রয় নেয় বর্ধমানের যুবক পুষ্পেন্দু মজুমদার৷ এক হাতে প্রেমিকার ছবি অন্য হাতে পোস্টার৷ তাতে লেখা, ‘আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দাও৷ আমার ভালোবাসার দাম দাও৷’ পুষ্পেন্দু জানিয়েছেন, দু’বছরের বেশি সময় ধরে অর্পিতার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক৷ এই সম্পর্কের কথা বাড়ির লোকেরাও জেনে গিয়েছে৷ কিন্তু প্রেমিকার বাড়ি থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তি তোলা হয়েছে৷ তাঁরা পুষ্পেন্দুর সঙ্গে অর্পিতার বিয়ে দিতে অস্বীকার করেছেন৷

পুষ্পেন্দু জানতে পারেন, অর্পিতার অন্য কোথায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে তাঁর বাড়ির লোক৷ তার পরই বর্ধমান থেকে সে চলে আসে পশ্চিম মেদিনীপুরে৷ শীতের রাতে প্রেমিকার বাড়ির কাছে একটি শিবমন্দিরে ধরনায় বসে সে৷ প্রেমিকের এখন একটাই দাবি, ভালোবাসার দাম না পাওয়া অবধি এখান থেকে সে নড়বে না৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷

Related posts

হুহু করে বাড়ছে সংক্রমণ, দেশে দৈনিক সংক্রমণ প্রায় দুই লাখ! বুস্টার ডোজ কি রুখতে পারবে তৃতীয় ঢেউ?

News Desk

ভারতে এখনও মারাত্মক করোনা, দৈনিক সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও মৃত্যুর সংখ্যা ফের ৪ হাজার টপকালো

News Desk

মাধ্যমিকের উত্তরপত্র ভর্তি গালিগালাজ, অশ্লীল কথায়! অভিযুক্ত পরীক্ষার্থীদের কঠিন শাস্তি দেবে পর্ষদ?

News Desk