Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বাড়িতে পড়ে রয়েছে পুরনো অচল ৫০ পয়সা! রাতারাতি হয়ে যেতে পারেন লক্ষপতি, জানুন কিভাবে

আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে পুরনো নোট বা কয়েন ৷ পুরনো নোট কিংবা কয়েন জমিয়ে রাখার অভ্যাস থাকে অনেকেরই। কিন্তু বাড়ির এক কোনে অবহেলায় পরে থাকা এই পুরনো অচল পয়সার কয়েন আপনাকে বানিয়ে দিতে পারে লাখপতি। যেমন ৫০ পয়সার কয়েন। এখন পয়সার হিসেবে ৫০ পয়সার প্রায় কোনো মূল্য নেই। বলা যায় বাজারে অচল। কিন্তু এই অচল আধুলিই আপনাকে এনে দিতে পারে লাখ টাকা লাভের সুযোগ। সাথে থাকতে হবে একটি স্মার্ট ফোন বা কম্পিউটার। এবং
থাকতে হবে ২০১১ সালের ৫০ পয়সার কয়েনও থাকতে হবে ৷ তাহলেই ছিঁড়তে পারে ভাগ্যের শিকে। কিভাবে? জেনে নিন বিস্তারিত।

old 50 poisa coin can give you 1 lakh rupees

ভারতে নানা সময়ে বিভিন্ন ধরণের নকশা ও মূল্যের টাকা ও পয়সার (Coins & Notes) ব্যবহার হয়৷ ২০১৬ সালে নোটবন্দির (Demonetisation) মাধ্যমে হঠাৎ করেই রাতারাতি সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেয়৷ তেমনই এর আগেও নানা সময়ে হঠাৎ হঠাৎ সরকার অনেক সময় নানা টাকা পয়সাও বাতিল করে দেওয়া হয়৷ এই ভাবেই ২০১১ সালে ২৫ পয়সা বা চার আনার ব্যবহার বন্ধ হয়ে যায়৷ পরের কয়েক বছরের মধ্যে আস্তে আস্তে আট আনা বা ৫০ পয়সার দেওয়া নেওয়াও বন্ধ হয়ে যায়৷ আসলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আট আনার কোনো মূল্য থাকা সম্ভবপর ছিল না। তাই আজও অনেকের বাড়িতে এই সমস্ত ২৫ পয়সা কি ৫০ পয়সার কয়েন অচল হয়ে পড়ে আছে। কিন্তু লেন দেনের ক্ষেত্রে ভ্যালু না থাকলেও এই সমস্ত পয়সার ভীষণ মূল্য রয়েছে কয়েন সংগ্রহকারীদের কাছে। তারা প্রচুর টাকায় কিনে নিতে আগ্রহী হয় এই সমস্ত পয়সা।

কোথায় বিক্রী করতে পারবেন?

ব্যাবহৃত বা সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচার জন্য সব চেয়ে সেরা ঠিকানা হচ্ছে ওএলএক্স (olx.in) ওয়েবসাইট। এই সাইটটিতে এখন পুরোনো স্টীলের ৫০ পয়সা -র মুদ্রা বর্তমানে ১ লক্ষ টাকা পর্যন্ত দামেও বিক্রি হচ্ছে৷ তবে এই ৫০ পয়সার কয়েনের বৈশিষ্ট্য হতে হবে যে ২০১১ তে এই বানানো হতে হবে৷ প্রসঙ্গত সরকার দ্বারা সেই বছরেই চার আনা বা ২৫ পয়সা বাতিল হয়েছিল। তাই আপনার কাছেও যদি এমন ২০১১ সালের ৫০ পয়সা থাকে তাহলে আপনিও হয়ে যেতে পারেন লাখপতি ৷

কী করে বেচবেন ওএলএক্স (olx.in) -এ?

ওএলএক্স (olx) – প্রথমে আপনাকে
মতো সাইটে বিক্রি করতে পারেন৷ সেলার (seller) হিসেবে রেজিস্ট্রার করতে হবে৷ এরপর আপনি আপনার কাছে থাকা ৫০ পয়সার ছবি ওই সাইটে আপলোড করে দেবেন৷ এই সাইটে অনেক ক্রেতা রয়েছে যারা কয়েন সংগ্রহ করেন৷ আগ্রহী ক্রেতারা যদি আপনার ছবি দেখে কিনতে চায় তাহলে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন৷ অনলাইন টাকা পেমেন্টের পর তাঁকে এই ৫০ পয়সা কুরিয়র করে দিতে হয়৷

Related posts

আবারও একলাফে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেল করোনা দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

News Desk

সারা বিশ্বে করোনা সংক্রমণে আবারও মৃত্যু বাড়ছে, নতুন পরিসংখ্যান ঘিরে উদ্বেগ

News Desk

পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে যুবক ! দাবী ভালোবাসার দাম! সারারাত ধর্নায় যুবক

News Desk