Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং বিনোদন

অবশেষে নিজের ‘বায়োপিক’ এ সম্মতি সৌরভের! মহারাজের চরিত্রে কে অভিনয় করেছেন জানেন?

বলিউডে বায়োপিকের রমরমা। বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত চরিত্রদের নিয়ে তৈরী বায়োপিক দর্শকদের মধ্যেও বেশ জনপ্রিয়। পিছিয়ে নেই ক্রিকেটারদের জীবনীও। কিছু বছর আগে সুশান্ত সিং রাজপুত অভিনীত মহেন্দ্র সিং ধোনির বায়োপিক (Ms Dhoni Biopic) বক্সঅফিসে সাড়া ফেলেছিল। সচীন তেন্ডুলকরের জীবন নিয়ে বানানো তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। আজহারউদ্দিন এর বায়োপিকও মনে ধরেছিল দর্শকদের। বলিউডে ইতিমধ্যেই বানানো হচ্ছে রণভির সিং কপিল দেবের বায়োপিক, বঙ্গ মহিলা ক্রিকেটার ঝুলান গোস্বামীর জীবনী নিয়ে বায়োপিকে নাম ভূমিকায় রয়েছে আনুষ্কা শর্মা। এবারে সেই তালিকায় জুড়ছে ভারতীয় ক্রিকেটের মহারাজের নাম। হ্যাঁ , অবশেষে ভারতের পূর্ব ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়ে তৈরী হতে চলছে একটি বলিউড মুভি। জানা যাচ্ছে সৌরভ নিজেই সম্মতি দিয়েছেন নিজের জীবনের উপর বায়োপিক (Sourav Ganguly Biopic) বানানোর। একটি সংবাদ সংস্থা ‘নিউজ 18 বাংলা’ কে সৌরভ এই বিষয়ে নিশ্চিত তথ্য দিয়েছেন। কলকাতার প্রিন্স জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি বায়োপিকের ব্যপারে সম্মতি প্রদান করেছি। বায়োপিকটি হিন্দিতে তৈরী হবে। সব কিছু ঠিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে’।

who will act as Sourav Ganguly in his biopic

জানা যাচ্ছে বলিউডের অন্যতম বিগ প্রোডাকশন ব্র্যান্ড ভায়াকম এর ব্যানারের অধীনে তৈরি হতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এই বায়োপিকটি তৈরী হবে হিন্দি ভাষাতেই। জানা গেছে সৌরভ গাঙ্গুলির এই বায়োপিক তৈরীর জন্য ইতিমধ্যেই প্রযোজনা সংস্থা প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা বাজেট ধার্য করেছে।

কে এই বায়োপিকটি পরিচালনা করবেন সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে নাম ভূমিকায় অর্থাৎ সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন এই নিয়ে চলছে জোর জল্পনা। জানা যাচ্ছে সৌরভের চরিত্র কে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতেন পারেন অভিনেতা রণবীর কাপুর। সৌরভের চরিত্রে নাকি রণবীর কাপুরের নাম প্রায় চূড়ান্ত। তবে সেই শুধু তিনিই নন , নাম ভূমিকায় কে থাকছেন সেই সম্ভাব্য তালিকায় রয়েছে আরো দু’জনের নাম। তবে সৌরভের ঘনিষ্ঠ মহলের সূত্র অনুযায়ী রণবীর কাপুর কে বেশ পছন্দ সৌরভের নিজেরও।

সূত্রের খবর, ভায়াকম প্রোডাকশন হাউসের সঙ্গে সৌরভের এই বিষয়ে একাধিক মিটিং হয়েছে। ইতিমধ্যে স্ক্রিপ্ট লেখার কাজও বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। সৌরভের ক্রিকেট জীবন থেকে শুরু করে বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে ওঠার পুরো জার্নিটাই দেখানো হবে এই সিনেমায়।

Related posts

১৫ বছর ধরে পুলিশ সেজে ঘুরতেন! একদিন ১ মিনিটের ভুল ফাঁস করে দিল জারিজুরি

News Desk

ভারতের এই সব রাস্তায় নাকি আছে অশরীরির হাতছানি! রইল ভারতের ভুতুড়ে রাস্তার খোঁজ

News Desk

‘বহুবার এলিয়েন প্লেন দেখেছি, কিন্তু কাউকে বললে চাকরি যায়’, দাবি অনেক পাইলটদের

News Desk