Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ধেয়ে আসছে চীনা রকেটের ধ্বংসাবশেষ : যেকোনো সময় আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে

চিনা রকেটকে ঘিরে গোটা বিশ্বে আতঙ্ক। অনিয়ন্ত্রিত ভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসছে রকেটের ভগ্নাবশেষ। কোথায় ভেঙে পড়তে চলেছে এই রকেট? আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব।

চিনের সবচেয়ে বড় এই শক্তিশালী রকেটের ওজন ২২ মেট্রিক টন। এই রকেটেরই ১১০ ফুট লম্বা অভ্যন্তরীণ অংশ পৃথিবীর উপর ভেঙে পড়তে পারে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র- এর জানিয়েছে তারা রকেটটির উপর নজর রাখছে। চিনা রকেটকে পৃথিবীর দিকে ধেয়ে আসা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক। তবে তারা এখনই রকেট টিকে শুট করে নামানোর কোন প্লানে নেই।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানাচ্ছে স্পেসে এই চীনা রকেটের ধবংসাবশেষ এখন পৃথিবীকে প্রদক্ষিণ করছে আর আস্তে আস্তে এটি আমাদের বায়ুমণ্ডলে ঢুকছে। রকেটটি পৃথিবীর চারিদিকে চক্রাকারে ঘুরতে ঘুরতে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে রকেটটি বায়ুর সঙ্গে সংঘর্ষে ভস্মীভূত হয়ে যাবে। এই পরেই রকেটটির ভগ্নাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মনে করা হচ্ছে, রকেট ভেঙে পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা নেই। হয়তো এটি কোনো মহাসাগরে ভেঙে পড়বে। কিন্তু, এই বিষয়ে এখনও নিশ্চিত নন তারা।

চীনের ওয়েনচ্যাং স্পেস কেন্দ্র থেকে গত ২৯শে এপ্রিল লং মার্চ ফাইভবি (Long March 5B) রকেটটি উৎক্ষেপণ করেছিলো। এই শক্তিশালী রকেট টি মহাকাশে গুরুত্বপূর্ণ অভিযানের জন্য বানিয়েছে চিনা মহাকাশ গবেষণা সংস্থা।

এছাড়াও পৃথিবীর কক্ষপথে চিন একটি স্পেস স্টেশন বানাতে চলেছে। যে মহাকাশ স্টেশন টির নাম তারা রেখেছে ‘তিয়ানহে স্পেস স্টেশন’।

উল্লেখ্য, গত বছর ২০২০ সালেও লং মার্চ ৫ বি নামের একটি চীনা রকেট ভেঙে পড়েছিল। পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের গ্রাম গুলিতে সেই রকেটের কিছু ধ্বংসাবশেষ পরে বলে জানা গিয়েছিল। যদিও এতে কারো কোনো ক্ষতি হয়নি।

Related posts

ঘোরাঘুরির জন্য লাগবে ৫০ হাজার টাকা! স্বামী দিতে অস্বীকার করায় স্ত্রী ঘটালেন ভয়ঙ্কর কান্ড

News Desk

এই পদ্ধতি তে সোনায় লগ্নি করুন, একেবারে নিশ্চিন্তে, পরামর্শ দিলেন বিশেষজ্ঞ

News Desk

এই ৪ রাশির জাতিকা মেয়েদের রাগ অত্যন্ত বেশি হয়! জানুন কোন কোন রাশি

News Desk