Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED বিনোদন

মা হলেন নুসরাত জাহান, অভিনেত্রী সাংসদের কোল আলো করে এল ছেলে না মেয়ে! জেনে নিন

দীর্ঘ প্রতীক্ষার আর নানা জল্পনা-কল্পনার শেষ হলো। গত বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল সেপ্টেম্বর মাসে নয়, আগস্টের শেষেই সন্তানের জন্ম দিতে চলেছেন সংসদ সদস্য ও বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। গতকাল বুধবারই জানা গিয়েছিল পার্কস্ট্রিটের এক সনামধন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত জাহান। আর আজ বৃহস্পতিবার ২৬ শে অগাস্ট মা হলেন নুসরাত জাহান।

খবরের সূত্র অনুযায়ী কিছুক্ষন আগে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন যশ দাশগুপ্তর (Yash Dashgupta) বান্ধবী নুসরাত। গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের মুহূর্তেও সর্বক্ষণ নিজের সঙ্গী নুসরত জাহানকে আগলে রেখেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

Nusrat Jahan become mother

সন্তান জন্মের আগে নুসরত জাহান কখন হাসপাতালে ভর্তি হতে চলেছেন সেই ঘিরে বুধবার দিনভর নানা জল্পনা চলেছে। বুধবার সকালেই অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর গুজব আকারে ছড়িয়ে পড়ে, দুপুরবেলা নায়িকার সঙ্গী যশ দাশগুপ্ত আশ্বস্ত করেন এখনও হাসপাতালে ভর্তি হননি নুসরত জাহান। অবশেষে বুধবার রাতের দিকে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর থেকেই ছিল অপেক্ষা, কখন আসবে সেই মুহূর্ত। আজ বেলা ১২ থেকে ১টার মধ্যে সি-সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেন অভিনেত্রী সাংসদ। জানা গিয়েছে তার কোলে এসেছে ছোট্ট ছেলে। হাসপাতালটির ৫১১ নম্বর বেডে অ্যাডমিট রয়েছেন তিনি। নুসরাত এবং তার নবজাতক পুত্র সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তাকে সাহস জোগাতে তার পাশে ছিলেন সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত।

বৃহস্পতিবার খুশির খবর পাওয়া মাত্রই নুসরত জাহানের পরিবারের লোকজন সেখানে হাজির হন। যশ দাশগুপ্তের বাড়ির সকলেও এসে পৌঁছন হাসপাতালে।

প্রসঙ্গত নুসরত জাহানের মাতৃত্ব খবর প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে যায় রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী মানুষদের মধ্যে। বেশ অনেকদিন আগেই পূর্ব স্বামী নিখিল জৈনের ( Nikhil Jain) বাড়ি ছাড়েন নুসরত জাহান। সূত্র অনুযায়ী নিখিল জৈনের বাড়ি থেকে চলে এসে বালিগঞ্জে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেন নুসরত। তখন থেকেই জল্পনা ছড়ায়। নুসরত গর্ভবতী এই খবর সামনে এলে নুসরতের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈন খোলাখুলি জানিয়ে দেন, এই সন্তান তাঁর নয়। এরপর যশের সঙ্গে নুসরাত এর সম্পর্ক, নিখিলের সঙ্গে বিয়ে, ডিভোর্স, সহবাস ইত্যাদি নানা বিতর্ক একের পর এক বিতর্ক দানা বাঁধলেও এই সমস্ত বিষয়ে কার্যত মুখে কুলুপ আঁটেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী।

Related posts

ফেসবুকে মেঘনা ভেবে মেঘনাদের প্রেমে হাবুডুবু খেলো যুবক! বিয়ে করতে গিয়ে বিপত্তি

News Desk

সকালে ঘুম ভাঙতেই গৃহস্থের বাড়ির উঠোনে হরহিম করা দৃশ্য! কি দেখলেন সকলে

News Desk

অব্যাহত দেশের করোনা ঝড়! তিনদিন পরপর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3 লক্ষ

News Desk