Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED রাজনীতি

ইডির হেফাজতে খাওয়া থেকে ঘুম, কেন সর্বক্ষণ ভিডিও রেকর্ড হচ্ছে পার্থ-অর্পিতার!

সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর যে খাবার সময় হোক কি ঘুমানোর সময়, প্রতি সময়েই তাদের উপর নজর রাখছে ক্যামেরা।

সর্বক্ষণ সিসি ক্যামেরায় নজরবন্দি পার্থ ও অর্পিতা! প্রতি সময়ে তারা কি করছেন না করছেন তা ক্যামেরার লেন্স দেখে চলেছে। আগামীকাল আবারো হবে তাঁদের মেডিকেল চেকআপ। পরের দিন অর্থাৎ ৩রা আগস্ট তাঁদের কোর্টে হাজির করার দিন কেননা আদালতের নির্দেশ অনুযায়ী তাদের হেফাজতে রাখার মেয়াদ ৩ অগাষ্ট পর্যন্তই। তাই আজ তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই খবর ইডি সূত্রে। তারপরে কি করনীয় তা আদালতের পরবর্তী শুনানিতেই সামনে আসবে।

জেরার ভিডিও রেকর্ডিং:

এর আগে আদালত নির্দেশ দিয়েছিল প্রতি ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা তাই গতকালই মেডিকেল চেকআপের জন্য গিয়েছিলেন পার্থ-অর্পিতা। জোকা ইএসআই হাসপাতালে আনা হয় তাদের। সেখানে ঢোকা ও বেরনোর সময় তাদের মন্তব্য জল্পনারও সৃষ্টি করে। এছাড়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সম্পূর্ণ সময়টিও ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছে। ইডি সূত্রে খবর প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়ে গিয়েছে তাঁদের দুজনকে। দুজনকে আলাদা আলাদা জেরা করার পরে ইডি আধিকারিকরা তাদের বক্তব্যে অসঙ্গতি আছে কিনা সেটা জানার জন্য তাদের মুখোমুখি বসিয়েও জেরা করবেন তেমনটাও সম্ভবনা রয়েছে।

এই কেলেঙ্কারিতে নাম আসার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। দলের সঙ্গে যুক্ত সব পদ থেকে পার্থকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম আসার পর দুজনকেই ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে। অপরদিকে সেই পার্থ চ্যাটার্জি রবিবার দাবি করেছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযানের সময় উদ্ধার করা অর্থ তার নয়। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা জড়িত তা সময়ই বলে দেবে।

Related posts

দেশের দৈনিক করোনা গ্রাফ আরও নিম্নমুখী , অ্যাকটিভ কেসও কমছে

News Desk

মুম্বাইয়ে মিলল করোনার নতুন প্রজাতি! বড় সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে

News Desk

খাবার ও ওষুধের বিনিময়ে যৌনমিলনে বাধ্য হচ্ছেন এই দেশের নারীরা! কোথায় জানেন?

News Desk