Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

স্টেডিয়ামের সাজঘরেই চলল সেক্স পার্টি, গোটা ফুটবল টিমের কান্ড ঘিরে শোরগোল

ফের একবার কলঙ্কিত হল ফুটবল। আর দায়িত্ব নিয়ে এই কাজটি করলেন ফুটবলাররা। নরওয়ের ক্লাব ব্রান এসকে দলের কাজে রীতিমতো চক্ষু কপালে উঠেছে সকলের। সেইসঙ্গে বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। স্টেডিয়ামের সাজঘরেই চলল ফুটবলারদের সারারাতের সেক্স পার্টি। নাইট ক্লাব থেকে যৌনকর্মী এনে চলল ফুর্তি।

জানা গিয়েছে, ব্রান এসকে নামক নরওয়ের প্রথম ডিভিশনের এই ক্লাবের ১২ জন ফুটবলার এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার পরের দিন সকালেই তাদের একজনকে তথা দলের মূল পান্ডা ক্রিস্টেফার বারমেনকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করে তাড়ান ক্লাব কর্তারা। আর বাকিদের দেওয়া হয় কড়া সতর্কবার্তা। তবে সূত্রের খবর, এই ফুটবলারদের কয়েক ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে।

স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে খবর যে, নরওয়ের ওই ক্লাবটির ১২ জন ফুটবলার একটি রেস্তোরায় নৈশভোজ সারতে গিয়েছিলেন। তারপর একজনের পরিকল্পনায় তারা সকলেই নাইট ক্লাবে যান। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান ফুটবলাররা।

এরপর তারা ওই নাইট ক্লাব থেকে সাতজন যৌনকর্মীকে ভাড়া করে নিয়ে আসেন স্টেডিয়ামের সাজঘরে। এরপর সেখানে সারা রাতজুড়ে চলে অসভ্য ধরনের পার্টি। এরপর একে একে বেশ কয়েকজন ফুটবলার ওই ড্রেসিংরুমেই যৌনকর্মীদের সঙ্গে মিলিত হন যৌনসম্পর্কে।

সিসিটিভি ক্যামেরাতে সব ঘটনাই ধরা পড়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। ক্লাবের সমর্থকরাও ফুটবলারদের প্রতি ঘৃণা ও ক্ষোভে ফেটে পড়েছেন।

পাশাপাশি, প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের দিকেও। কারণ, গেট বন্ধ থাকা সত্ত্বেও কী করে ফুটবলাররা এত রাতে স্টেডিয়ামে ঢুকলেন কী করে? এই ঘটনার তদন্ত করছে ক্লাব, জিজ্ঞাসাবাদ চলছে নিরাপত্তা কর্মীদের।

Related posts

পাকিস্তানের জয়ে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস, স্ত্রী-শ্বশুরবাড়ির উপর রাগে চরম পদক্ষেপ স্বামীর

News Desk

আমেরিকা বা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কত মাইনে পান? কী কী সুযোগ সুবিধাই বা রয়েছে, জেনে নিন

News Desk

সোদপুরে ভুতুড়ে কান্ড! আপনা আপ জ্বলে উঠছে আগুন, ভেঙ্গে যাচ্ছে আসবাব! বিজ্ঞান কি বলছে

News Desk