Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ব্যাঙ্ক কর্মীর ভুলে অ্যাকাউন্টে ঢুকলো ৫ লাখ টাকা, গ্রাহকের দাবী, ‘মোদীজি দিয়েছেন, ফেরত দেব না’

সকালে ঘুম থেকে উঠেই চক্ষু চড়কগাছ। ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাড়ে ৫ লক্ষ টাকা! কারও থেকে তো টাকা পাওয়ার কথা ছিল না। তা হলে এল কোত্থেকে এত টাকা? হঠাৎই মনে পড়ল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই তো ১৫ লক্ষ টাকা দেবেন বলেছিলেন! হয়তো ওই টাকাই কিস্তিতে আসতে শুরু করেছে। মনের সুখে সেই টাকা খরচ করে এখন বিপাকে বিহারের খাগাড়িয়া জেলার বখতিয়ারপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত দাস।

খাগাড়িয়ার গ্রামীণ ব্যাঙ্কের এক কর্মীর ভুলে রঞ্জিতের অ্যাকাউন্টে সাড়ে ৫ লক্ষ টাকা চলে গিয়েছিল। সঙ্গে সঙ্গে অবশ্য তা ধরা পড়েনি। বেশ কয়েক দিন পর হিসেব নিকেশ করতে গিয়েই বিষয়টি নজরে আসে। টাকা ফেরত চেয়ে রঞ্জিতকে একের পর এক নোটিসও পাঠানো হয়। কিন্তু সে সবে পাত্তাই দেননি রঞ্জিত, পাল্টা জবাবে ব্যাঙ্ককে জানিয়ে দেন, ‘ওই টাকা খরচ করে ফেলেছি।’

শেষমেশ বাধ্য হয়েই মানসি থানায় রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গ্রামীণ ব্যাঙ্ক। তার ভিত্তিতেই রঞ্জিতকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশকে জানান, ‘‘আমি তো ভাবলাম, মোদিজি যে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সাড়ে পাঁচ লক্ষ টাকা তার প্রথম কিস্তির অর্থ। আমি তো সব টাকা খরচ করে ফেলেছি। আমার কাছে আর কোনও টাকা নেই।’’

ঘটনার তদন্তে নেমেছে বিহারের পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মানসি থানার স্টেশন অফিসার।

Related posts

১০৫ বছরের স্বামীর মৃত্যুর খবর শুনেই মারা গেলেন ১০১ বছর বয়সী স্ত্রী! শেষকৃত্য একই চিতায়!

News Desk

করোনার ডেল্টা প্লাস প্রজাতিকে বিরুদ্ধে অনেক কার্যকর কোভাক্সিন, জানালো ICMR

News Desk

টরেড: পৃথিবীর মানচিত্রে অস্তিত্বহীন দেশ থেকে আগত এক পর্যটকের রহস্যময় কাহিনী

News Desk