Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশে অনেকটাই কমলো করোনা সক্রিয় রোগীর সংখ্যা, অল্প কমলো দৈনিক সংক্রমনের হার

দেশের করোনা সংক্রমনের হারে উঠা নামা অব্যাহত। কিন্তু গত কয়েকদিনের করোনা পরিসংখ্যান খুব অদল বদল না হলেও তা বেশ স্বস্তিজনক। কমছে দেশের করোনা জটিলতা। সামাজিক বিধি মেনে চলা, মাস্ক পড়া আর টিকাকরনের সুফল মিলছে আস্তে আস্তে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৩৪ হাজার ৪৫৭ জন করোনা (coronavirus) আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৩৪৭ জন সুস্থ হয়েছেন। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৪ শতাংশ। এই নিয়ে দেশে মোট করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন। দৈনিক করোনা সংক্রমণের পাশাপাশি একলাফে অনেকটাই কমল অ্যাকটিভ কেসও।

স্বস্তি দিচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন। ২০২০-র মার্চের পর তা সবচেয়ে বেশি। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন। দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যা গতকালের তুলনায় ৫.৭ শতাংশ কম। তবে আক্রান্তের নিরিখে চিন্তা বাড়াচ্ছে কেরল। এদিকে একদিনে দেশে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৭৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন।

Related posts

বাজারে ইলিশ বলে দেদার বিকোচ্ছে অবিকল ইলিশের মতন দেখতে চন্দনা মাছ! কীভাবে চিনবেন?

News Desk

বিপত্তারিণী পুজো করে লাল সুতো বাঁধা হয় হাতে। এই সুতো বাঁধার আসল রহস্য জানেন কি?

News Desk

করোনা থেকে তাহলে মুক্তি মিলল ভারতের! দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫০০০ এর নীচে

News Desk