Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাসে সামান্য টাকা প্রিমিয়ামের বিনিয়মে সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা। LIC এর এই আকর্ষণীয় পলিসির ব্যাপারে জানেন?

বিভিন্ন স্বল্প প্রিমিয়ামের জীবন বিমা পলিসি আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত গ্রাহকদের প্রয়োজনের স্বার্থে ভারতীয় জীবন বিমা নিগমের (LIC)। এর মধ্যে অন্যতম LIC Aadhaar Stambh (প্ল্যান- ৯৪৩)। কেবলমাত্র পুরুষদের জন্য LIC-র এই জীবন বিমা পলিসিটি। পাশাপাশি থাকতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ড । সর্বোচ্চ প্রায় ৪ লক্ষ টাকা নিশ্চিত রিটার্ন পাওয়া সম্ভব পলিসির মেয়াদ শেষে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ডেথ বেনিফিটও দিয়ে থাকে LIC-র এই স্বল্প প্রিমিয়ামের সঞ্চয় প্রকল্প লগ্নিকারীকে।

Aadhaar Stambh এমন এক বিমা পলিসি যা একইসঙ্গে সুরক্ষা ও সঞ্চয় উভয় সুবিধা দিচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম-এর (LIC) ওয়েবসাইট licindia.in এ প্রাপ্ত তথ্য অনুসারে। বিমা ক্ষেত্রে এই পলিসি Aadhaar Stambh Plan ৯৪৩ নামে জনপ্রিয়, কেবলমাত্র পুরুষদের জন্য এবং আধার কার্ড ছাড়া এটি কেনা যায় না। ডেথ এবং ম্যাচুরিটি বেনিফিটের পাশাপাশি অ্যাড-অন রাইডারের সুবিধা পাওয়া যায় এই বিমা প্রকল্পে।

the new lic policy for long term security and saving

এলআইসি-র আধার স্তম্ভ এক নন-লিঙ্কড উইথ প্রোফিট এন্ডোমেন্ট অ্যাসুরেন্স জীবন বিমা প্ল্যান নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাছে একটি বড় পদক্ষেপ জীবন বিমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য। প্ল্যানের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই বিমাকারীর আকস্মিক মৃত্যু হলে তাঁর সমস্ত ডেথ বেনিফিট পাবেন তার নমিনি। এটি বিশেষ সহায়ক হবে তাঁর সমস্ত ধরনের সংসারের প্রয়োজন মেটাতে । আর যদি বিমাকারীর মৃত্যু না হয় বিমার মেয়াদের মধ্যে ,তিনি বড় অঙ্কের নগদ অর্থ পাবেন ম্যাচুরিটি বেনিফিট হিসেবে ।

আধার কার্ড আবশ্যিক:

আধার কার্ড থাকলে LIC Aadhaar Stambh Policy কেনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বয়স হতে হবে ৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে। প্ল্যানের মেয়াদ শেষের সময় আবেদনকারীর বয়স ৭০ বছরের বেশি হওয়া চলবে না। এই পলিসির আওতায় অ্যাসিওর্ড করা যায় ন্যূনতম ৭৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,০০০০০ টাকা পর্যন্ত সাম । এই পলিসির মেয়াদ ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর। প্ল্যানের আওতায় রিস্ক কভারেজ পাওয়া যায় পলিসি ইস্যু করার সময় থেকে ।

Related posts

শিশুকে বাইকে উঠিয়ে ঘুরানোর অজুহাতে নিয়ে গেল পড়শী যুবক! পরিণতি মর্মান্তিক

News Desk

উদ্বেগ বাড়িয়ে ২.৬৮ লক্ষের ঘরে দৈনিক করোনা সংক্রমণ, বিপদ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও

News Desk

অনলাইনে ৪০০ টাকার কেক অর্ডার করে ১ লক্ষ ৬৭ হাজার টাকা খোওয়ালেন মহিলা! কিভাবে

News Desk