যুগ যতই এগিয়ে যাক, বিশ্ব যতই আধুনিক হোক না কেন, লাখো দাবি করলেও মহিলাদের প্রতি বৈষম্য (Gender Biased) ও নির্যতন কমার নামই করছে না। আবারো এই কথা প্রমাণ হল পুনে শহরের (Pune City) এক ঘটনায়। চন্দন নগর থানার (Chandan Nagar Police Station) অন্তর্গত এই ঘটনায় পেয়িং গেস্ট এর ঘরে ঢুকে শুধুমাত্র হাফপ্যান্ট পড়েছেন বলে (Wearing Shorts) তিন তরুণী কে জুতো দিয়ে বেধড়ক মারল এক মহিলা। তরুণীদের অভিযোগের ভিত্তিতে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পোশাকের ভিত্তিতে নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে খারাডির রক্ষা নগরে। একটি অ্যাপার্টমেন্টে পেয়িং গেস্ট (Paying Guest) হিসেবে বসবাসরত তিন তরুণীর মধ্যে দুজন আইটি প্রফেশনাল এবং খারাডির একটি আইটি পার্কে কাজ করেন।
৩২ বছর বয়সী মহিলা বাড়িওয়ালা চন্দন নগর থানায় কয়েকজনের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেছেন। ছয় অভিযুক্তের নাম অলকা পাথারে, শচীন পাথারে, কেতন পাথারে, সীমা পাথারে, শীতল পাথারে এবং কিরণ পাথারে। তাদের বিরুদ্ধে আইপিসির 448, 323, 504, 506, 143, 147, 149 ধারায় মামলা দায়ের করা হয়েছে। সহকারী পুলিশ পরিদর্শক মনোহর সোনাওয়ানে জানিয়েছেন, এই ঘটনায় শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। এই ঘটনার তদন্তে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
চন্দন নগর থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সুনীল যাদব বলেছেন যে এর আগেও ছোটখাটো বিষয় নিয়ে অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে। বুধবার, এক ভাড়াটিয়া মহিলা শর্টস পরে ঘুরে বেড়ালে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ অনুসারে, আশেপাশে বসবাসকারী কিছু মানুষ এই ঘটনায় রেগে গিয়েছিল কেননা পেয়িং গেস্ট মহিলারা হাফপ্যান্ট পরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। বুধবার রাতে অভিযুক্ত প্রতিবেশী মহিলারা, অনুমতি না নিয়েই পেয়িং গেস্ট থাকা ওই বাড়িতে ঢুকেই তরুণীদের জুতা দিয়ে মারধর শুরু করেন। তরুণীদের নিগ্রহ করার পাশাপাশি ঘরবাড়ী ভাঙচুর করারও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় মহিলাদের সুরক্ষা ঘিরে আবারও প্রশ্ন উঠছে।