Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রথম বার সেক্স করছেন? এই ভুলগুলি এড়িয়ে চলুন

নারী-পুরুষের প্রেম হোক কি দাম্পত্য, সেক্সের আবির্ভাব স্বাভাবিক। সুন্দর ও তৃপ্তিদায়ক যৌন সম্পর্ক যেকোনো সম্পর্ক কে মজবুত করতে আর দীর্ঘস্থয়ী করতে সাহায্য করে। শুধু তাই নয় আপনার যৌন জীবন আপনার মধ্যে নিয়ে আসে কনফিডেন্স। কিন্তু এই শরীরের খেলায় মত্ত হওয়ার আগে আপনি সঠিক ভাবে তৈরি তো? জীবনের প্রথম সেক্স বা যৌন মিলনের আগে জেনে রাখুন গুরুত্বপূর্ণ এমন কয়েকটি ভুল যা শারীরিক মিলনের সময় অবশ্যই এড়িয়ে যাবেন।

নারী-পুরুষের প্রেম হোক কি দাম্পত্য, সেক্সের আবির্ভাব স্বাভাবিক। সুন্দর ও তৃপ্তিদায়ক যৌন সম্পর্ক যেকোনো সম্পর্ক কে মজবুত করতে আর দীর্ঘস্থয়ী করতে সাহায্য করে। শুধু তাই নয় আপনার যৌন জীবন আপনার মধ্যে নিয়ে আসে কনফিডেন্স। কিন্তু এই শরীরের খেলায় মত্ত হওয়ার আগে আপনি সঠিক ভাবে তৈরি তো? জীবনের প্রথম সেক্স বা যৌন মিলনের আগে জেনে রাখুন গুরুত্বপূর্ণ এমন কয়েকটি ভুল যা শারীরিক মিলনের সময় অবশ্যই এড়িয়ে যাবেন। কন্ডোম না ব্যবহার করা: প্রথম বার সেক্স করার সময় অনেক প্রেমিক প্রেমিকাই কন্ডোম ব্যবহার করতে চান না। এই বিষয়ে যদি দুই জনেরই সম্মতি থাকে, এবং তার ফল কী কী হতে পারে সে বিষয়ে উভয়েই সচেতন থাকেন, তা হলে অসুবিধা নেই। কিন্তু তেমনটি না হলে কন্ডোম ব্যবহার অবশ্যই করবেন। সঙ্গীর মতামতকে এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দিন। সেক্স করতে জবরদস্তি: আপনি হয়তো শারীরিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী। কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনী এত তাড়াতাড়ি রাজি হচ্ছেন না। কিন্তু আপনার প্রতি ভালবাসা থেকে তিনি হয়তো জোর করে রাজি হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এই জোরাজুরির ফলে তাকে কিন্তু মারাত্মক মানসিক চাপের মধ্যে ফেলে দিতে পারেন। শুধু তাই নয়, সেক্স নিয়ে ভবিষ্যতে আতঙ্কও তৈরি হতে পারে ওঁর মনে। ফলে সঙ্গীকে সেক্সে লিপ্ত হতে একদম জোর করবেন না। সঙ্গীর কমফর্টের খেয়াল রাখুন: এটি মূলত ছেলেদের উদ্দেশ্যে বলা। প্রথম বার সেক্স করার সময় আপনার সঙ্গীর ভার্জিনিটি ভাঙ্গার সময় সে কিছু যন্ত্রণা অনুভব করতে পারে। সামান্য কিছু রক্তপাতও হবার সম্ভবনা থেকে যায়। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আপনার সেক্স করবেন। সঠিক জায়গা খুঁজুন: প্রেমিক বা প্রেমিকা কে কাছে পেতে হলে নিরাপদ স্থানের প্রয়োজন। পার্কে-গাড়িতে-সিনেমা হলে শরীরী ঘনিষ্ঠতা অনেক সময় লোক লজ্জায় ফেলতে পারে। কিন্তু নিরাপদ স্থান খোঁজার দায়িত্ব শুধু প্রেমিকের নয়। মেয়েরাও এই ব্যাপারে উদ্যোগ নিন। পর্ন ছবির অনুকরণ করতে যাবেন না: অনেকেই প্রথম বার সেক্স করার আগে বিভিন্ন পর্ন সিনেমার ফ্যান্টাসি কে সত্যি মনে করেন। কিন্তু তা একেবারেই উচিত নয়। পর্ন ছবির কলাকুশলীদের মতো আচরণ সেক্সের সময় চেষ্টা না করাই ভালো। মনে রাখবেন, ওঁরা পেশাদার অভিনেতা। তাই ঝুঁকি না নেওয়াই উচিত হবে। উপরের বিষয়গুলি খেয়াল রাখলে আপনার প্রথম সেক্সের অভিজ্ঞতাও হবে সুন্দর। তাই ভয় না পেয়ে এগিয়ে যান।

কন্ডোম না ব্যবহার করা: প্রথম বার সেক্স করার সময় অনেক প্রেমিক প্রেমিকাই কন্ডোম ব্যবহার করতে চান না। এই বিষয়ে যদি দুই জনেরই সম্মতি থাকে, এবং তার ফল কী কী হতে পারে সে বিষয়ে উভয়েই সচেতন থাকেন, তা হলে অসুবিধা নেই। কিন্তু তেমনটি না হলে কন্ডোম ব্যবহার অবশ্যই করবেন। সঙ্গীর মতামতকে এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দিন।

সেক্স করতে জবরদস্তি: আপনি হয়তো শারীরিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী। কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনী এত তাড়াতাড়ি রাজি হচ্ছেন না। কিন্তু আপনার প্রতি ভালবাসা থেকে তিনি হয়তো জোর করে রাজি হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এই জোরাজুরির ফলে তাকে কিন্তু মারাত্মক মানসিক চাপের মধ্যে ফেলে দিতে পারেন। শুধু তাই নয়, সেক্স নিয়ে ভবিষ্যতে আতঙ্কও তৈরি হতে পারে ওঁর মনে। ফলে সঙ্গীকে সেক্সে লিপ্ত হতে একদম জোর করবেন না।

সঙ্গীর কমফর্টের খেয়াল রাখুন:
এটি মূলত ছেলেদের উদ্দেশ্যে বলা। প্রথম বার সেক্স করার সময় আপনার সঙ্গীর ভার্জিনিটি ভাঙ্গার সময় সে কিছু যন্ত্রণা অনুভব করতে পারে। সামান্য কিছু রক্তপাতও হবার সম্ভবনা থেকে যায়। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আপনার সেক্স করবেন।

সঠিক জায়গা খুঁজুন:
প্রেমিক বা প্রেমিকা কে কাছে পেতে হলে নিরাপদ স্থানের প্রয়োজন। পার্কে-গাড়িতে-সিনেমা হলে শরীরী ঘনিষ্ঠতা অনেক সময় লোক লজ্জায় ফেলতে পারে। কিন্তু নিরাপদ স্থান খোঁজার দায়িত্ব শুধু প্রেমিকের নয়। মেয়েরাও এই ব্যাপারে উদ্যোগ নিন।

পর্ন ছবির অনুকরণ করতে যাবেন না: অনেকেই প্রথম বার সেক্স করার আগে বিভিন্ন পর্ন সিনেমার ফ্যান্টাসি কে সত্যি মনে করেন। কিন্তু তা একেবারেই উচিত নয়। পর্ন ছবির কলাকুশলীদের মতো আচরণ সেক্সের সময় চেষ্টা না করাই ভালো। মনে রাখবেন, ওঁরা পেশাদার অভিনেতা। তাই ঝুঁকি না নেওয়াই উচিত হবে।

উপরের বিষয়গুলি খেয়াল রাখলে আপনার প্রথম সেক্সের অভিজ্ঞতাও হবে সুন্দর। তাই ভয় না পেয়ে এগিয়ে যান।

Related posts

কাঠের আসবাবে ঘুণ ধরছে? যত্ন নেবেন কী ভাবে

News Desk

নিয়মিত যৌন সঙ্গম কি সত্যিই ওজন বাড়ায় ! জেনে নিন।

News Desk

করোনা পরীক্ষার জন্য তরুণীর যোনি থেকে নমুনা সংগ্ৰহ! মহারাষ্ট্রে ধৃত ল্যাব টেকনিশিয়ান

News Desk