Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

খারাপ আবহাওয়ার জের , অবতরণের সময় এয়ার টার্বুলান্স এ বিমান, আহত ৮

কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় অল্পের জন্য রক্ষা পায় মুম্বাই থেকে কলকাতাগামী বিমান। গতকাল বিকালের ঝড়ো আবহাওয়ার কারণে এই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় বলে কলকাতা বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে।

খারাপ আবহাওয়ার জের , অবতরণের সময় এয়ার টার্বুলান্স এ বিমান, আহত ৮

সোমবার দুপুরে মুম্বই থেকে কলকাতা দিকে উড়ে আসছিল ভিস্তারা ইউকে ৭৭৫ একটি বিমান। গতকাল বিকালে পর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। মুহুর্মুহু হচ্ছিল বজ্রপাতও। সেই সময় কলকাতা বিমানবন্দরে নামছিল ওই বিমান। প্রবল ঝড় বৃষ্টির মুখে ভিস্তারা-র ওই বিমানটি টাল সামালাতে পারেনি। ল্যান্ডিং -এর আগে ২০ হাজার ফিট উচ্চতা থেকে ১৭ হাজার ফিট উচ্চতাতে নামার সময়ে এয়ার টার্বুল্যান্সে পড়ে যায় বিমানটি। ল্যান্ডিং – এর সময় বিমানটি আচমকাই জোরে কেঁপে ওঠে। অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পাইলট আচমকা এমার্জেন্সি ব্রেক প্রয়োগ করেন। এর ফলে বিশাল ঝাঁকুনি হয় বিমানে। বহু যাত্রী সিট বেল্ট বাধা সত্ত্বেও টাল সামালাতে পারেনি , তারা বিমানের ভেতর উলটে পড়ে যান।

এই ঘটনায় আহত হয়েছেন ওই বিমানটির ৮ যাত্রী। যাদের মধ্যে তিনজনের চোট গুরুতর বলে খবর। এদের কাছাকাছির চার্ণক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে ৫ জনের চোট সামান্য হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যে তিনজনের চোট গুরুতর , তাদের মধ্যে এক বয়স্ক ব্যক্তির কাঁধের হাড় সরে গিয়েছে বলে খবর। বিমানের ভেতর পরে গিয়ে এক মহিলার হাত ভেঙে গিয়েছে। আর এক ব্যক্তির ছোট পেয়ে মাথা ফেটে গিয়েছে। তবে এখন তিনজনের অবস্থাই স্থিতিশীল বলে হাসপাতালের সূত্রে জানানো হয়েছে।

Related posts

প্রেমিকার স্বামীর সাথে ফেসবুকে মেয়ে সেজে বন্ধুত্ব! দেখা করতে পৌঁছলে ঘটে গেল ভয়ঙ্কর কান্ড

News Desk

কেন ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান? জানুন আসল কারণ

News Desk

গভীর রাতে ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে ‘গুলি’, আবারও উত্তপ্ত এলাকা

News Desk