Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

‘আমি বিজেপির একজন সৈনিক হয়েই লড়বো’, তৃণমূলে যোগ দেওয়ার জল্পনার মাঝে টুইট মুকুলের

মুকুল রায় কে ঘিরে পশ্চিম বঙ্গের রাজনীতিতে যে জল্পনা আর আলোচনা শুরু হয়েছে, তা ঠিক নয় বলে টুইট করলেন মুকুল রায় নিজেই। টুইটারে লিখলেন, তাঁকে নিয়ে যা-ই গুজব চলুক না কেন, তিনি বিজেপি-তেই থেকে যাচ্ছেন। টুইটে তিনি এও লিখেছেন, বিজেপি-র একজন সৈনিক হিসেবেই তিনি ভবিষ্যতে কাজ করতে চান। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও তিনি তার লক্ষে অবিচল বলেও উল্লেখ করেছেন ওই টুইটে।

নির্বাচন পরবর্তী ফলাফল নিয়ে যখন বাংলার বিজেপিতে চলছে, একে অন্যকে দোষারোপ আর দায়ভার চাপানোর পালা, তখনও মৌন ব্রত ধারণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। শুক্রবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করেন কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী বিধায়ক মুকুল রায়। প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় তাকে শপথ বাক্য পাঠ করায়। অধিবেশন কক্ষে সৌজন্য সাক্ষাৎও হয়-মুকুল রায়ের সাথে তৃণমূলের সুব্রত বক্সির। এর পর নীরবেই বিধানসভা থেকে প্রস্থান করেন তিনি। তবে বেরোনোর আগে জল্পনা বাড়িয়ে বলে যান, ‘আমি আজ কিছু কথা বলব না। যেদিন বলার সেদিন সবাইকে ডেকে আমি বলব।’ প্রসঙ্গত সেই দিন বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও যোগ দেননি মুকুল রায়। বৈঠকের শুরুর আগেই বিধানসভা ছাড়েন তিনি। ফলে জল্পনা তীব্র হয় যে, তাহলে কী পুরনো দলে আবারও ফিরছেন একদা তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’।

তবে ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই জল্পনায় অবসান ঘটালেন মুকুল রায়। টুইটারে তিনি লিখেছেন, ‘বিজেপি-র সৈনিক হিসেবে রাজ্যে গণতন্ত্র ফেরানোর আমার লড়াই চলবে। আমি সকলকে জল্পনা আর অনুমান করা বন্ধ করার অনুরোধ করছি। আমার রাজনৈতিক পথ নিয়ে সংকল্পে অবিচল আমি’।

Related posts

জেলায় জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে উদ্বেগ। রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর।

News Desk

২১শে জুলাই মমতা ব্যানার্জীর সভায় যোগ দিয়েছিলেন অর্পিতা, অনেক টিএমসি নেতার সাথেই রয়েছে ছবি

News Desk

কেঁদেই চলেছেন অর্পিতা মুখোপাধ্যায়! কতোটা ভেঙ্গে পড়েছেন তিনি ইডি হেফাজতে?

News Desk