Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মেয়ের বিয়ের ঋণ শোধ করতে ধারের টাকায় আইপিএলে বেটিং! সব হারিয়ে আত্মঘাতী মা-ছেলে

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচে বাজিতে টাকা হেরে এক মহিলা তার ছেলে সমেত আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গাদা জেলার ঝিমিরিপেটা গ্রামে। নিহতরা হলেন ৫৫ বছর বয়সী মা রজনী গুডুলা ও তার ২২ বছরের ছেলে সোমেশ গুডুলা।

প্রায় চার বছর আগে মহিলা নিজের মেয়ের বিয়ে দেন। বিয়ের জন্য বেশ কিছু টাকা ধারও হয়ে যায়। কিন্তু সেই ঋণ শোধ করতে পারেনি তারা। যতদিন যাচ্ছিল পাওনাদারের চাপ বাড়ছিল। কিন্তু ঋণশোধের কোন উপায়ই পাচ্ছিল না মা ও ছেলে। এরপরেই তারা এক ফন্দি আটে। ছেলে আবারও কিছু টাকা ধার করে আনে। সেই টাকা দিয়ে আইপিএলে একটি ম্যাচে জুয়া খেলেন তারা। একটি টিমের উপর বাজি ধরেন জিতবে বলে। কিন্তু যে দলের উপর জিতবে বলে তারা বাজি ধরেছিলেন সেই দলটি হেরে যায়। আর তাদের সব টাকা খোয়া যায় জুয়োয়। তারপরেই শুক্রবার গভীর রাতে বিষ খেয়ে নেন মা ও ছেলে। পরের দিন প্রতিবেশীরা তাঁদের সেই অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শনিবার সকালেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ছেলের। তার কিছুক্ষণ বাদে হাসপাতালেই মারা যান মা-ও।

প্রতিবেশীরা জানাচ্ছেন, দেনা শোধ না করতে পেরে বেশ অনেকদিন ধরেই মানসিক চাপে ছিলেন ঋণগ্রস্ত ওই মহিলা ও তাঁর ছেলে। পাওনাদারদের চাপ উপূর্যুপুরি বাড়ছিল। তারা আরও অভিযোগ করেছেন কিছুদিন যে একদল লোক তাদের বাড়িতেও এসে তাদের হুমকি দেয় এবং তাদের ঘরের আসবাবপত্র ছিনিয়ে নেয়, তারপরে উভয়কে তিন দিন ঘরের মধ্যে আটকে রাখে। এমনকি বাড়ি থেকেও বার করে দেবার চেষ্টা করে। পুলিশের সহায়তায় তারা বাড়িতে ঢোকেন।

ঋণের চাপ থেকে মুক্তি পেতে অবশেষে আইপিএলে জুয়া খেলেন মা ছেলে। তার জন্য মোটা টাকা ধার করেন আবারও। কিন্তু হেরে যান। এরপরেই চরম পদক্ষেপ নিয়ে নেন তারা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

এক্স বয়ফ্রেন্ডের বাবাকেই বিয়ে করলেন এই তরুণী! কারণ শুনলে যে কেউ চমকে উঠবেন

News Desk

আগে করতেন রান্নার কাজ, ধূপকাঠি বিক্রি! অর্পিতার ছোটো বোনের হঠাৎই চাকরি শিক্ষা দফতরে

News Desk

ভদ্রেশ্বরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় শাড়ি পরে প্রতিমা বরণ করেন পুরুষেরা! কেন এমন রীতি জানেন?

News Desk