Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

৩১ জুলাইয়ের মধ্যে ফল ঘোষণা দ্বাদশের , কিসের ভিত্তিতে হবে মূল্যায়ন? জানালো সিবিএসই

৩১ জুলাইয়ের মধ্যে ফল ঘোষণা করবে সিবিএসই বোর্ড ( CBSE BOARD)। সুপ্রিম কোর্টে এই বিষয়ে জানাল সিবিএসই। পাশাপাশি কিসের ভিত্তিতে হবে ছাত্র ছাত্রীদের মূল্যায়ন তাও প্রকাশ করলো।

এদিন সুপ্রিম কোর্টে সিবিএসই-র তরফের অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল জানান, দশম থেকে দ্বাদশ শ্রেণি , এই ৩ বছরের পারফরমেন্সের উপরে ভিত্তি করেই নির্ণয় হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ গুরুত্ব থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। 

madhyamik and Higher Secondary exam schedule

আরও জানান, দশম শ্রেণীর ক্ষেত্রে ৫টি বিষয়ের থেকে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশের শ্রেণীর বিভিন্ন ইউনিট, টার্ম এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলও গুরুত্ব পাবে। 

তিনি যোগ করেন, কোনও ছাত্র-ছাত্রী এই ভিত্তিতে মূল্যায়নের পরে নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে খুশি না হলে , কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বা স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে সশরীরে পরীক্ষায় দিয়ে তা শুধরে নিতে পারবে। 

সুপ্রিম কোর্টে, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি নীনেশ মহেশ্বরীর বেঞ্চে সিবিএসই পরীক্ষার মূল্যায়ন নিয়ে শুনানি চলছিল। সেখানেই সিবিএসই-র তরফে আইনজীবী কেকে বেণুগোপাল দ্বাদশ পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আদালতকে অবগত করেন। 

১২ সদস্যের সিবিএসই বোর্ডের এই কমিটি জানিয়েছে, মূল্যায়েনর জন্য ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণীর প্রি-বোর্ড বা দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বর নেওয়া হবে। 
এছাড়া, একাদশ শ্রেণির বার্ষিক ফাইনাল পরীক্ষা থেকে ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে। বাকি ৩০ শতাংশ নম্বর গ্রহণ করা হবে দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার পাঁচটির ভেতর সেরা তিন বিষয়ে প্রাপ্ত নম্বর থেকে। এছাড়া, স্কুল থেকে জমা দেওয়া প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বরও যোগ করে দেওয়া হবে মূল্যায়নে। 

Related posts

মার্কিন সেনা সরতেই আফগানিস্তানের বেশিরভাগ এলাকা কীভাবে দখল করল তালিবান

News Desk

এ কেমন মা! স্পার্ম ডোনার জাপানি নয় চীনা! তাই সন্তানকে অস্বীকার করলেন মহিলা

News Desk

এই গ্রামে অবাধে চলছে যৌনলীলা, নেই লিভ ইন, ওপেন সেক্সের মত বিষয়ের উপর কোনও আপত্তি

News Desk