Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ধন্যি মা! নিজে বাঁচতে কোভিড পজিটিভ ১৩ বছরের ছেলেকে বন্ধ করলেন গাড়ীর ডিকিতে

বিগত দুবছরে কোভিড আতঙ্ক আর সংক্রমণের আসঙ্কায় বিভিন্ন ধরণের ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এবার এমন এক ভয়াবহ কান্ড ঘটেছে যেখানে মা এবং সন্তানের সম্পর্কের থেকেও করোনা ভয় বেশি জরুরি হয়ে পড়েছে! কোভিড পজিটিভ ১৩ বছরের ছেলেকে গাড়ির ডিকিতে তালাবন্ধ করে রাখলেন করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে তার মা। আমেরিকার টেক্সাসে (Texas) ঘটনাটি ঘটছে। মায়ের বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ এনেছে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনায়। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে পলাতক মায়ের নামে।

সংবাদ সংস্থা জানিয়েছে, ওই বছর ৪১-এর মহিলার নাম সারা বিম। তিনি হ্যারিস কাউন্টির বাসিন্দা টেক্সাস প্রদেশের। বছর ১৩-র একটি ছেলে রয়েছে মহিলার। করোনা আক্রান্ত হয়েছে সেই ছেলেই। গত ৩ জানুয়ারি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করাতে সন্তানকে নিয়ে আসেন মহিলা ছেলে সংক্রমণ মুক্ত হয়েছে কিনা তা জানতেই। সেই সময়েই পেশায় স্কুল শিক্ষক মহিলা সংক্রমিত হওয়ার ভয়ে নিজের ছেলেকে তাঁর গাড়ির পিছনের ডিকিতে তালাবন্দি করে রেখে দিয়েছেন জানা যায়। স্বাস্থ্যকর্মীরা সকলেই তাজ্জব বনে যান ঘটনা জানতে পেরে। চিন্তিত হয়ে পড়েন তাঁরা শিশুটির কথা ভেবে। যদিও মহিলার মুখে কোনওরকম উদ্বেগের চিহ্ন দেখা যায়নি ছেলেকে নিয়ে বলেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক বেজায় ক্ষুব্ধ হন পুরো বিষয়টি বুঝতে পেরে। তিনি ওই মহিলাকে বলেন, ছেলেকে বাইরে বের করুন দ্রুত ডিকির তালা খুলে। বুঝিয়ে বলা হয়, বাইরে আনতে হবে আগে ওর কোভিড টেস্ট করাতে হলেও। কিন্তু, ডিকির তালা খুলে ছেলেকে বাইরে বের করতে রাজি হননি কোনও কথাতেই ওই মহিলা। বরং দ্রুত ওই স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে চলে যান তিনি জোরাজুরি করায়।

এরপরেই শিশু নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায় ওই মহিলার নামে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। মহিলা ও শিশুটির সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ স্বাস্থ্যকেন্দ্রের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে।

Related posts

বিষাক্ত সাপকে চুমু খেতে যাচ্ছিল এক ব্যক্তি! তখনই যা করে বসলো বিপজ্জনক প্রাণীটি

News Desk

পর্ন থেকে কত টাকা রোজগার করতেন রাজ কুন্দ্রা! নায়িকাদের নগ্ন করে চলত অডিশন? জানুন অজানা তথ্য

News Desk

বাথরুম গেছিল মা , ফিরে দেখলেন হাসপাতাল বেডে নেই সদ্যোজাত, তারপর

News Desk