অন্ত:সত্ত্বা অবস্থায় যৌন মিলন করলে পুনরায় গর্ভবতী হওয়া যায়না তা নয় সেটা হয়তো সম্ভব। যদিও বিশেষজ্ঞ দের মতে এই সম্ভাবনা খুব কম হলেও নেই এমনটা নয়। এই ঘটনা কিন্তু ঘটেছে, বছর ৩০ এর কারা উইনহোল্ডের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে। অন্তসত্ত্বা অবস্থাতেই আরও একবার গর্ভবতী হয়েছেন তিনি।
তিনি যমজ সন্তানের জন্মও দিয়েছেন যদিও এই যমজ সন্তান জন্ম দেওয়ার আগে তিন বার তাঁর গর্ভপাতও হয়েছিল। তাই এরপর তাঁর যমজ সন্তানের জন্ম দেওয়াটা যেমন তেমন ব্যাপার নয়! কারা নামের ওই মহিলা জানিয়েছেন, গর্ভবতী অবস্থায় তাঁর যখন প্রথম স্ক্যান করা হয় সেই সময়ে একটি সন্তান দেখা গিয়েছিল তাঁর গর্ভে। অবশ্য একটি সন্তান সে সময় দেখা গেলেও, দ্বিতীয় স্ক্যান করার সময়ে তিনি জানতে পারেন যে তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন।
চিকিৎসকদের ভাষায় এই অবস্থাকে ‘সুপার ফেটেশন’ বলা হয়। এমনটা সে সময় হয়, যখন প্রথমবার অন্তসত্ত্বা হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই যখন যৌন মিলন করা হয়। টেক্সাসবাসী কারার জানিয়েছেন যে, তাঁকে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হয়েতো সেই মাসে দু’বার ডিম্বাণু উৎপাদন করেছিলেন। আর শুক্রাণুর সঙ্গে মিলিত হয়েছে সেই দু’টি ভিন্ন ভিন্ন সময়ে। আর সেই কারণে করার গর্ভে দুটো ভিন্ন ভিন্ন ভ্রূণ তৈরী হয়েছে।
যদিও খুবই বিরল ঘটনা এটি। স্বাভাবিকভাবে প্রতি মাসে মহিলারা একটি করেই ডিম্বাণু উৎপাদন করেন। সেজন্যই প্রথমবার অন্তঃসত্ত্বা হয়ে গেলে কয়েকদিনের মধ্যে সঙ্গম করলেও পুনরায় গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তবে ব্যতিক্রমী কিছু বিরল ঘটনা থেকেই যায়। কারার ক্ষেত্রেও এই বিরলতম ঘটনাটি ঘটেছে । এই বিষয়ে কারা আরও বলছেন, ‘‘পুরোটাই একটি অবিশ্বাস্য ঘটনা। যে সন্তানদের আমি আগে গর্ভপাতের কারণে হারিয়েছিলাম, এখন আমার মনে হচ্ছে যে তাঁরাই যেন ফিরে এসেছে আমার জীবনে!’’