Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভারোত্তোলনের ইতিহাসে প্রথম রূপোর পদক জিতলেন মীরাবাই চানু, টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক ভারতের

টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympic) আজ প্রথম ময়দানে নামলেন ভারতীয় অ্যাথলিটরা। আর আজই
প্রথম পদক জয় ভারতের। অলিম্পিকে ভারোত্তোলন বিভাগে এই প্রথমবার দেশের নামে রূপোর পদক এল। মীরাবাই চানুর (Mirabai Chanu) হাত ধরে রুপো জিতল ভারত। এর ২১ বছর আগে ২০০০ সালের সিডনি অলিম্পিকে কর্নম মালেশ্বরি জিতেছিলেন ব্রোঞ্জ পদক। কমনওয়েলথ, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেল জিতে তাঁর ৪৯ কিলো ভারোত্তোলন বিভাগে (Weightlifting) অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করেছিলেন ২৬ বছর বয়সি এই মণিপুরী কন্যা। তারপরই ভারতের পদক জয়ের আশা পূর্ণ করলেন তিনি। অলিম্পিক গেমে ভারত্তোলোনে দ্বিতীয়বারের জন্যে পদক পেল ভারত। রুপো জিতে ইতিহাসে গড়লেন চানু।

ভারতের এই প্রতিভার অলিম্পিক প্রস্তুতি অবশ্য একটা সময় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল। করোনা অতিমারির কারণে সমস্যায় পড়েছিল মিরাবাই চানুর প্রস্তুতি। পিঠের ব্যাথায় কাবুও ছিলেন বেশ কিছুদিন। এই সমস্ত প্রতিকূলতা যেন অলিম্পিকে ঘ্রুনাক্ষরে টেরও পেতে দিলেন না তিনি।

Tokyo Olympic , Mirabai Chanu weight lifting

চানুর এই কৃতিত্বে আনন্দে ভাসছে গোটা দেশ। টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “এর চেয়ে বেশি খুশির আর কিছু হতেই পারে না। ভারতের সম্মান বর্ধিত করলেন মিরবাই চানু। তাঁকে শুভেচ্ছা ভারোত্তোলনে রুপোর পদক জেতার জন্য। তাঁর সাফল্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করবে।”

অলিম্পিক্স ভারোত্তোলন বিভাগে রেকর্ড গড়ে প্রথম হলেন চিনের ঝৌ হৌ। তিনি তুলেছেন মোট ২১০ কিলোগ্রাম ওজন। দ্বিতীয় স্থানে থাকা মীরাবাই চানু তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম। আর তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ তুলেছেন ১৯৪ কিলোগ্রাম।

স্ন্যাচে প্রথমবারের প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন চানু। তৃতীয় বার ৮৯ কেজির জন্য ঝাঁপালেও সফল হননি তিনি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ কেজি এবং দ্বিতীয়বারের প্রচেষ্টায় ১১৫ কেজি ভরোত্তলন করেন মিরাবাই চানু। তৃতীয়বারের প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার জন্যে ঝাঁপালেও সফল হননি। যদিও তুলতে পারলেও সোনা জয়ের আর সুযোগ ছিল না। কেননা চিনের ঝৌ হৌ অনেকটাই এগিয়ে ছিলেন।

এ বারের অলিম্পিকে ভারতের এক মাত্র ভারোত্তোলক হিসেবে যোগ দিয়েছিলেন চানু। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর অলিম্পিকের পদকের আশায় তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। হতাশ করলেন না মিরাবাই চানু। টোকিও অলিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি।

Related posts

দড়ির তৈরি অন্তর্বাস পরে নাচার ছবি উরফি জাভেদের, নেটিজনরা বললেন- মশার কয়েল নাকি?

News Desk

আয়নার সামনে সেক্স করার অভিজ্ঞতা ভোলা যায় না! কেন এমনটা বলছেন বিশেষজ্ঞরা

News Desk

ছিঃ! বিনিয়োগের প্ল্যান জানতে মহিলা ব্যাংক কর্মচারীর নম্বর নিয়ে যে নোংরা কাজ করলেন বৃদ্ধ

News Desk