আবারও বিপর্যয়ের মুখে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। শুক্রবার সকাল বেলা পঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়েছে মিগ-২১ বিমানটি (MiG-21)। এই দুর্ঘটনায় মারা গিয়েছেন মিগ-২১ যুদ্ধ বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী (Abhinav Chowdhury)। বায়ুসেনা সূত্রে খবর, এই মিগ-২১ যুদ্ধবিমানটি নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়েছে।
বায়ুসেনার আধিকারিকেরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৫ টা নাগাদ পঞ্জাবের মোগের বাঘাপুরানার এলাকার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়ান নেওয়ার পরেই হঠাৎই ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি (MiG-21 Crash)। প্রাণ হারিয়েছেন চালক। এই মর্মান্তিক দুর্ঘটনায় বায়ুসেনার তরফে শোকপ্রকাশ করে নিহত পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বায়ুসেনা। পাশাপাশি, মিগ-২১ যুদ্ধজাহাজের এই ভাবে ভেঙে পড়া নিয়ে তদন্তে নেমেছে ভারতীয় বায়ুসেনা।
উল্লেখ্য, মিগ-২১ যুদ্ধবিমানের এই রকম ভাবে ভেঙে পড়া কোনো নতুন কিছু নয়। এই বছরেই আজ কের ঘটনা নিয়ে মোট তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে এই মিগ-২১ যুদ্ধবিমান। গত মার্চ মাসে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু ভারতীয় পাইলটের। এই বিমান কে তাই ফ্লায়িং কফিন ও বলা হয়ে থাকে
তবে মিগ-২১ যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার বহু সাফল্যের সঙ্গীও। কার্গিল যুদ্ধ ভারতীয় বায়ু সেনার সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছিল। এমনকি সম্প্রতি ভারতের থেকে সার্জিকাল স্ট্রাইকে (Surgical Strike) অভিনন্দন বর্তমান এই মিগ-২১ বিমানে চড়েই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছিলেন।