Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘নাবালিকার মধ্যে নাকি অশুভ আত্মা..’ ভুত ছাড়ানোর নামে ধর্ষনের চেষ্টা তান্ত্রিকের, তারপর..

যতই যুগ আধুনিক হোক, ডিজিটাল হোক, কুসংস্কার যেন সমাজ কে আজ পর্যন্ত ঘিরে আছে। আর মানুষের মনের অন্ধ বিশ্বাসের সুযোগ নেয় কিছু ভণ্ড তান্ত্রিক, বাবা। যারা মানুষ কে নানা অলৌকিক ঘটনার ভয় দেখিয়ে তাদের জালে জড়িয়ে ধরে। এবং সুযোগ ওঠায়।

আবারও এমন একটি ঘটনা সামনে এলো বিহার থেকে। বিহারের সীতামারহিতে, এক তান্ত্রিক এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিল তার বাড়ির লোকেদের এই বলে যে তার মধ্যে একটি অশুভ আত্মার ছায়া রয়েছে। এ ঘটনায় নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

Up teacher arrested for smashing students face with cake

পুলিশের কাছে দায়ের করা লিখিত অভিযোগে নির্যাতিতার মা জানিয়েছেন, তিনি তার মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন, এমন সময় অভিযুক্ত সেই তান্ত্রিক বাবা হঠাৎ এসে হাজির হন। তার পর সে বলতে থাকে আপনার মেয়েকে একটা অশুভ আত্মা ঘিরে ধরেছে, এতে ওর বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এরপরে বলে আপনি বাইরে যান, আমি এই অশুভ আত্মাকে দূর করছি। এরপর মেয়েকে ঘরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা শুরু করেন তিনি। নাবালিকা প্রতিবাদ করলে সে তাকে গালিগালাজ করতে থাকে।

এই ঘটনাটি এক সপ্তাহ আগে ঘটেছিল এবং তার পরে পঞ্চায়েত বিষয়টি সমাধানের চেষ্টা করে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযোগ করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু নির্যাতিতার পরিবার অবশেষে থানায় মামলা দায়ের করে। এতে প্রধান আসামি নানপুরের পোখরাইরা গ্রামের বাসিন্দা সানাউল রহমান উসমানী ওরফে বাবা, আকিলুর রহমান ওরফে নোমানি ও মোহাম্মদ জামালিসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related posts

আধার কার্ড হারিয়ে ফেলেছেন? ভুলে গেছেন আধার নম্বরও? কিভাবে অনলাইনে পুনরুদ্ধার করবেন

News Desk

কাজ দেওয়ার নাম করে বিক্রি করে দিলেন পাড়ার বৌদি! মর্মান্তিক পরিণতি নাবালিকার

News Desk

তার মুরগি কে ‘খুন’ করেছে? বিচার চেয়ে মরা মুরগি হাতে থানায় হাজির ব্যাক্তি! তারপর

News Desk